
হাই কোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন প্রাথমিক শিক্ষা পর্ষদ,চাকরির শুনানি মঙ্গলবারই
24Hrs Tv ওয়েব ডেস্ক : কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে অনিশ্চিত হয় ৩৬ হাজার প্রাথমিক শিক্ষকের ভবিষ্যৎ। তাঁদের চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ প্রাথমিক শিক্ষা পর্ষদ। বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতীম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করা হয়। মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা। কি হতে চলেছে এই শুনানিতে তাঁর দিকে তাকিয়ে রাজ্যবাসি। কলকাতা হাই কোর্টের রায়ের পরই সাংবাদিকদের মুখোমুখি হন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। চাকরিহারাদের দায় পর্ষদের সেকথা জানান তিনি। হাই কোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে পর্ষদ যে আইনানুগ ব্যবস্থা নেবে, সে ইঙ্গিত আগেই দিয়েছিলেন গৌতমবাবু। সেই মতো বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ প্রাথমিক শিক্ষা পর্ষদ। অন্যদিকে, চাকরি বাতিলের রায়ে সংশোধনী চেয়ে সোমবার বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন মামলাকারীদের আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। প্রশ্ন তোলেন এতগুলো ছেলেমেয়ের ভবিষ্যৎ কি হবে।
গত শুক্রবার কলকাতা হাই কোর্টের বিচারপতি গঙ্গোপাধ্যায় ৩৬ হাজার শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় ত্রুটির উল্লেখ করে তাঁদের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। মামলার শুনানিতে বিচারপতি এ-ও বলেছিলেন যে এই ৩৬ হাজার প্রাথমিক শিক্ষকের যখন নিয়োগ হয়েছিল, তখন তাঁরা প্রশিক্ষিতও ছিলেন না। বিচারপতির ওই নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে একটি সাংবাদিক বৈঠকও করা হয়েছিল, তাতে বলা হয়েছিল এই নিয়োগ প্রক্রিয়ায় কোনও ত্রুটি ছিল না। নিয়োগ নিয়ম মেনেই হয়েছিল। এমনকি, ওই ৩৬ হাজার শিক্ষক নিয়োগের সময় অপ্রশিক্ষিত হলেও এখন আর তাঁরা অপ্রশিক্ষিত নন। এমনটাই জানিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ।
বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, এই ৩৬ হাজার শিক্ষক আগামী চার মাস প্যারা টিচার হিসাবে স্কুলে কাজ করবেন। আর এই চার মাসের মধ্যেই এই শিক্ষকদের ছেড়ে যাওয়া পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ শুরু করে শেষ করতে হবে পর্ষদকে। সোমবার এই চাকরিচ্যুতদের তরফেও বিচারপতির নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে একটি মামলা হয়েছে হাই কোর্টের ডিভিশন বেঞ্চে। আদালত সূত্রে খবর, মঙ্গলবারই এই চাকরি বাতিল সংক্রান্ত মামলার শুনানি হতে পারে।
Average Rating