
অনুব্রতর ফাইল দেখে ‘চমকে’ উঠলেন বিচারক !
২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এবারও রেহাই পেলেন না । আসানসোল সিবিআই আদালত ফের তাঁকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে । তাঁকে শুক্রবার আদালতে পেশ করা হয়েছিল । গরু পাচার মামলায় গত অগস্ট মাসে সিবিআই তাঁকে গ্রেফতার করেছিল । তাঁকে আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ ফের ১৪ দিনের জেল হেফাজতের মেয়াদ বাড়ল অনুব্রতর ।

অনেকবার জামিনের জন্য আবেদন জানিয়েছেন কিন্তু লাভের লাভ কিছু হয়নি । এদিন অনুব্রতের আইনজীবী আদালতে জামিনের আবেদন করেননি। কিন্তু দুটি আবেদন করেছে । অনুব্রতর তরফে থেকে ভোলেব্যোম রাইস মিলের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ বা বন্ধ করে দেওয়া হয়েছে সেটা চালু করার আবেদন জানিয়েছে। এছাড়া অনুব্রতর যে দুটি মোবাইল ফরেনসিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছিল, তা ফেরানোর আবেদন জানিয়েছেন আইনজীবী । কিন্তু তদন্তের খাতিরে এখনই ফেরত দেওয়া যাবে না । বিচারক বলেন , মোবাইল ফেরানোর আবেদন জানানো হলে পরের দিনের শুনানিতে তা নিয়ে আলোচনা হবে ।

সূত্রের খবর , এদিন সিবিআই মামলার এমন ফাইল আদালতে পেশ করেছে , তা দেখে অবাক হন সিবিআই আদালতের বিচারক। তিনি যখন ফাইলটি উল্টে পাল্টে দেখেন তখন তাঁর কপালে ভাঁজ পড়ে যায় । পরে সিবিআই-এর তদন্তকারী অফিসার-কে ডেকে তিনি বলেন, ‘আমার ২০ বছরের সার্ভিস লাইফে আমি এমন দেখিনি, শোনা তো দূরের কথা’। সিবিআই এমন কী তথ্য পেশ করল, যার ফলে বিচারক অবাক হলেন , সেটা অবশ্য স্পষ্ট নয় । এদিনও প্রতিবারের মতোই ছিল অনুব্রতর অনুগামীদের ভিড় আদালত চত্বরে।