‘অধস্তন’ বিচারব্যবস্থা থেকে বেরতে হবে বিচার বিভাগকে, সওয়াল প্রধান বিচারপতির

24Hrs Tv, ওয়েব ডেস্কঃ জেলা বিচার বিভাগকে ‘অধস্তন’বিচার বিভাগ মনে করা সেকেলে ধারণা। সোমবার সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নয়া প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেওয়া হয়। প্রধান বিচারপতি বলেন, “আধুনিক বিচার বিভাগ তথা বৈষম্যহীন বিচার ব্যবস্থার দিকে এগোতে হবে আমাদের। হাই কোর্ট, সুপ্রিম কোর্টের মতো উচ্চ আদালতগুলিকে বুঝতে হবে, জেলা বিচার বিভাগ হল বিচার ব্যবস্থার ভিত্তি।”
ঔপনিবেশিক ধারনা নিয়ে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় আক্ষেপ করে বলেন, “আমরা পরাধীন সংস্কৃতি গড়ে তুলেছি। আমরা আমাদের জেলা বিচার বিভাগকে অধস্তন বিচার বিভাগ মনে করি। আমি সচেতনভাবে জেলা জজদের অধস্তন বিচারক বলি না। কারণ তাঁরা অধস্তন নন। তাঁরা জেলা বিচার বিভাগের সত্ত্বা।” প্রধান বিচারপতি জানান, উচ্চ আদালতের বিচারপতিরা যখন মধ্যাহ্নভোজ করেন, তখন পাশে দাঁড়িয়ে থাকেন জেলা আদালতের বিচারক। তিনি জেলার বিচারকদের সঙ্গে এক টেবিলে বসে খাওয়াদাওয়া করেন, কলোনিয়াল ধারণা ভাঙার জন্য, বিচারপতি চন্দ্রচূড়ের এমনই দাবি।
সোমবার বার অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধান বিচারপতি জেলা স্তরের মহিলা বিচারকের জন্য পৃথক শৌচাগার না থাকার মতো সমস্যার কথা তুলে ধরেন। প্রধান বিচারপতি বলেন, “আমি জানি জেলাস্তরের মহিলা বিচারকদের কোনও শৌচাগার নেই। তাঁরা সকাল ৮টায় বাড়ি থেকে বের হন। সেই সময় থেকে সন্ধ্যা ৬টায় বাড়ি ফিরে আসার পর তাঁরা শৌচাগার ব্যবহার করতে পারেন। আমাদের সবার আগে জেলা স্তরের বিচার বিভাগের চেহারার পরিবর্তন করতে হবে।” এদিন বিচার বিভাগের শূন্য পদ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *