বাবর আজমের ‘মেরি কাহানি’

ক্রিকেট দুনিয়ায় বাবর আজম একটি বিশ্ববন্দিত নাম। মাত্র ৬ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক করে আজ পাকিস্তানের ক্যাপ্টেন।কোটি কোটি অনুরাগী তাঁর। বাইশ গজের তিনি এক নম্বর ব্যাটসম্যান ওয়ান ডে ফর্ম্যাটে। কিন্তু এক দিনে এই নাম তিনি তৈরি করেন নি। তার পিছনে রয়েছে কঠিন পরিশ্রমে ভরা লড়াই। বাবর এবার তাঁর লড়াইয়ে গল্প শোনাতে চলেছেন। টুইটারে তিনি একটি পোস্টার শেয়ার করেছেন ‘মেরি কাহানি’ বলে। দেখে মনে হচ্ছে সম্ভবত তাঁর অটোবায়োগ্রাফি প্রকাশিত হতে চলেছে। যদিও বাবর খোলসা করে কিছুই বলেননি। শুধু ছবিটা শেয়ার করে অপেক্ষা করতে বলেছেন।

লাহোরের গদ্দাফি স্টেডিয়ামের সামান্য বল বয় থেকে তিনি দেশের অধিনায়ক। তাঁর এই পাক অধিনায়কের লড়াইটা সহজ ছিল না। ক্রিকেটের সব ফর্ম্যাটে দাপটের সঙ্গে খেলে আজ সকলের মন জয় করে নিয়েছেন ২৬ বছরের ক্রিকেটার। গত ১৪ এপ্রিল বিরাট কোহলির সিংহাসন ছিনিয়ে নিয়ে একদিনের ক্রিকেটে এক নম্বর ব্যাটসম্যান হন বাবর। ৫০ ওভারের ফর্ম্যাটে ১৩৫৮ দিনের কোহলি রাজের অবসান হয়েছে বাবরের হাতেই। প্রায়শই বাইশ গজের মহারথীরা কোহলির সঙ্গে বাবরের তুলনা টানেন। কেউ কেউ আবার বাবরকেও এগিয়ে রাখেন। তবে পাক অধিনায়ক এসবে কর্ণপাত না করেই নিজের খেলাটা খেলে চলেছেন অত্যন্ত দক্ষতার সঙ্গেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *