
প্রকাশ্যে ‘মিথ্যে প্রেমের গান’ ছবির মোশন পোস্টার
আসছে রোম্যান্সের গল্প নিয়ে নতুন ছবি ‘মিথ্যে প্রেমের গান’। সম্প্রতি প্রকাশ্যে এল ছবির ফার্স্টলুক। এটি হর্ষ নেওটিয়ার কন্যা পরমা নেওটিয়ার পরিচালনায় প্রথম ছবি। এই কাহিনিতে একজন তারকার চরিত্রেই অভিনয় করছেন বাংলা ছবির অন্যতম সেরা তারকা অনির্বাণ ভট্টাচার্য। এছাড়াও এই ছবিতে রয়েছেন অর্জুন চক্রবর্তী এবং ইশা সাহা।
আসতে চলেছে হর্ষ নেওটিয়ার কন্যা পরমা নেওটিয়ার পরিচালনায় প্রথম ছবি। ছবির নাম ‘মিথ্যে প্রেমের গান’। সামনে এল ছবির মোশন পোস্টার। মোশন পোস্টারে বার্তা, ‘একাকিত্বেই বোধ হয় সব শেষ, একাকিত্বেই বোধহয় সবার শুরু…’’। ছবিতে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্য, অর্জুন চক্রবর্তী এবং ইশা সাহাকে। স্বতন্ত্র সঙ্গীতশিল্পী ও গীতিকার অভিকের চরিত্রে এবার বড় পর্দায় ধরা দেবেন অনির্বাণ। ইশাকে দেখা যাবে একজন সাংবাদিকের ভূমিকায়। তাঁর চরিত্রের নাম অন্বেষা। অন্যদিকে অর্জুন এ ছবিতে একজন শাস্ত্রীয় গায়ক- আদিত্যর চরিত্রে রয়েছেন। নিও স্টোরিজের প্রযোজনায় মুক্তির পেতে চলেছে এই কাহিনি ৷ এই ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন কুন্তল দে, রণজয় ভট্টাচার্য ও সৌম্য ঋত। জানা গিয়েছে আগামী ১০ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে ‘মিথ্য়ে প্রেমের গান’৷