চির ঘুমের দেশে পাড়ি দিলেন পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত

Read Time:2 Minute

চলে গেলেন বুদ্ধদেব দাশগুপ্ত। আজ শোকস্তব্ধ সিনেমা জগৎ। সকালেে দক্ষিণ কলকাতায় নিজের বাড়িতেই ঘুমের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বুদ্ধদেব দাশগুপ্ত। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। কিডনির সমস্যা থাকায় গত কয়েকদিন ধরে ডায়ালিসিস চলছিল।

বুদ্ধদেব দাশগুপ্তের ছবিতে সুযোগ পাওয়াকে এখনও নিজের ‘সৌভাগ্য’ বলেই উল্লেখ করে প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায় বললেন ‘কেবল বাংলা সিনেমা নয়, গোটা ভারতবর্ষের সিনেমা জগতেই উজ্জ্বল নাম ছিলেন বুদ্ধদেব দাশগুপ্ত। ওনার সঙ্গে পর পর দুটো ছবিতে কাজ আমার কাছে আশীর্বাদের মত ছিল। ‘স্বপ্নের দিন’ এবং ‘আমি ইয়াসিন আর মধুবালা’ ছবির অভিজ্ঞতা সারা জীবন মনে থাকবে।’ বৃহস্পতিবার সকালে প্রিয় পরিচালকের প্রয়াণের খবর মন খারাপ করিয়েছে তাঁকে।

বুদ্ধদেব দাশগুপ্তর কর্মজীবন শুরু অর্থনীতির অধ্যাপনা দিয়ে, তাঁর উত্‍সাহ ছিল ফিল্ম সংক্রান্ত পড়াশোনাতে। ১৯৬৮ সালে তথ্যচিত্র তৈরি করে পরিচালনায় হাতেখড়ি বুদ্ধদেবের। ১৯৭৮-এ প্রথম পূর্ণ দৈর্ঘ্যের ছবি ‘দূরত্ব’ পরিচালনা করে জাতীয় পুরস্কারের শিরোপা পান। এরপর নিম অন্নপূর্ণা, গৃহযুদ্ধ, বাঘ বাহাদুর, তাহাদের কথা, চরাচর, মন্দ মেয়ের উপাখ্যান-সহ একের পর এক উল্লেখযোগ্য ছবি তিনি উপহার দিয়েছেন দর্শককে। পুরস্কারের ঝুলিতে রয়েছে বেশ কয়েকটি জাতীয় পুরস্কার। এছাড়াও চলচ্চিত্র পরিচালনায় বিদেশি পুরস্কারও পেয়েছেন বুদ্ধদেব দাশগুপ্ত।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *