
নাবালিকা প্রেমিকার নগ্ন অবস্থার ছবি ভাইরাল প্রেমিকের হাতে !
২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : কিছু দিন আগে এক নাবালিকার সঙ্গে এক যুবকের প্রণয়ের সম্পর্ক গড়ে উঠে। ফলে যুবকের ওপর নাবালিকা আস্থা রাখতে শুরু করে । ফোন এবং ভিডিয়ো কলের মাধ্যমে তাদের আলপ এগিয়ে আসতে থাকে । নাবালিকা তার প্রেমিকের আবদার মেটাতে নগ্ন ছবি পাঠাত । কিন্তু ওই যুবক সোশ্যাল মিডিয়ায় সেই নগ্ন ছবি ভাইরাল করে দেয় । এমনটাই ওই যুবকের ওপর অভিযোগ ওঠে । এই ঘটনা উত্তর ২৪ পরগনা বসিরহাটের ঘটনা । তাকে গ্রেফতার করে পুলিশ । সূত্রের খবর , নাবালিকার বয়স কুড়ি বছর এবং ওই যুবক পেশায় মিস্ত্রি ।
উল্লেখ্য ধৃত যুবক একাধিকবার ওই নাবালিকাকে একাধিক অশ্লীল ও নগ্ন ছবি পাঠাতে বলত । এছাড়াও ওই যুবক আবদার জানাত , ওই নাবালিকাকে অশ্লীল অবস্থায় দেখার জন্য । প্রেমিকের কথা মতো মেয়েটি একাধিক অশ্লীল ছবি ও ভিডিয়ো পাঠাতে শুরু করে ওই যুবককে । কিন্তু কয়েকদিন আগে তাঁদের সম্পর্ক ভেঙে যায়। সোশ্যাল মিডিয়ায় প্রতিশোধের বশে ওই যুবক একাধিক ওই নাবালিকার অশ্লীল ও নগ্ন ছবি ছড়াতে শুরু করে। এমটাই অভিযোগ ওই নাবালিকার অভিভাবকদের । গোটা বিষর নাবালিকা তাঁর অভিভাবকদের জানায় । সূত্রের খবর , নাবালিকার বাবা শনিবার বিকালে ন্যাজাট থানায় ধৃতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের জেরে একদল পুলিশ গিয়ে হাসনাবাদের ভবানীপুরের বাড়ি থেকে ওই যুবককে গ্রেফতার করে । রবিবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। ন্যাজাট থানার পুলিশ আবেদন জানিয়েছেন ধৃতকে পুলিশি হেফাজতে নিতে হবে।