জেমস বন্ডের পোস্টারের ধাঁচে প্রকাশ্যে পাঠান ছবির নতুন পোস্টার

Read Time:1 Minute

সম্প্রতি শাহরুখ খান শেয়ার করলেন পাঠান ছবির নতুন পোস্টার। যেখানে পাঠানবেশী শাহরুখের পাশাপাশি দেখা যাচ্ছে দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামকে। ইতিমধ্যেই এই ছবিতে তিন তারকার লুক বেশ প্রশংসিত হয়েছে। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পেতে চলেছে বহুল প্রতীক্ষিত ছবি ‘পাঠান’।

চার বছর পর ‘পাঠান’ ছবির হাত ধরে পর্দায় কামব্যাক করছেন শাহরুখ খান। এরই মধ্যে অনেকটা জেমস বন্ডের পোস্টারের ধাঁচে ছবির নতুন পোস্টার শেয়ার করলেন শাহরুখ। মাসখানেক আগেই পাঠানের অ্যাকশন প্যাকড টিজার মুক্তি পেয়েছিল। সেখানে শাহরুখ সহ দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম প্রত্যেকেরই অ্যাকশন দৃশ্য় নজর কেড়েছিল দর্শকদের। তখন থেকেই অপেক্ষার কাউন্টডাউন শুরু হয়েছিল। বলাবাহুল্য, এবার সেই কাউন্টডাউনের গতি আরও কিছুটা বেড়ে গেল। ফলে ‘পাঠান’ -এর ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার জন্য অধীর অপেক্ষায় রয়েছেন সিনেপ্রেমীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *