রাজ্যে CAPF-য়ের সংখ্যা বাড়ার সম্ভাবনা

24 Hrs Tv:নিজস্ব প্রতিনিধি: বাজল ভোটের বাদ্যি। এহেন আবহে পশ্চিমবঙ্গে জাতীয় নির্বাচন কমিশন আগেই ঘোষণা করেছিল ৯২০ কোম্পানি আধা সামরিক বাহিনীর ঘেরাটোপে রাজ্য ভোট হবে। ইতিমধ্যেই ১৫০ কোম্পানি বাহিনী রাজ্যে মোতায়েন হয়েছে। কিন্তু কমিশন এখন মনে করছে ৯২০ কোম্পানি CAPF যথেষ্ট নয়। তাই এই সংখ্যাটা ভোট পর্বে বাড়তে পারে।

কমিশনের এক শীর্ষকর্তার কথায়, প্রয়োজন হলে এই সংখ‌্যাটা আরও বাড়তে পারে। ভোট ঘোষণার আগেই ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে পাঠানো হয়েছে। কমিশন সূত্রে আরও খবর, আগামী সপ্তাহ থেকে রাজ্যে দফায় দফায় কেন্দ্রীয় বাহিনী ঢুকতে শুরু করবে। বুধবার প্রথম দফার কেন্দ্রীয় বাহিনী রাজ্যে পা রাখতে চলেছে এমনটাই জানা যাচ্ছে।

পশ্চিমবঙ্গে ৪২ আসনে নিরাপত্তায় ঢিলেমি দিতে নারাজ নির্বাচন কমিশন। আগেভাগে এরাজ্যে কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে শুরু হয়ে গিয়েছে রুট মার্চও। কিন্তু ভোটের দিনগুলিতে কোথায় কত কোম্পানি বাহিনী থাকবে, সে বিষয়টা এখনও স্পষ্ট করেনি কমিশন। সোমবার বেলা ১২.৩০ নাগাদ রাজ্যের সমস্ত জেলাশাসক, রিটার্নিং অফিসারের সঙ্গে ভিডিও কনফারেন্সে আলোচনায় বসবেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। সেখানেই ঠিক হতে পারে রাজ্যের ৭ দফায় ভোটের বাহিনী বিন্যাস। প্রসঙ্গত,প্রথম দফায় ১৯ এপ্রিল, দেশের মোট ১০২ টি কেন্দ্রে ভোট হবে। উত্তরপূর্ব ভারত, হিমাচল প্রদেশ, রাজস্থান, তামিলনাড়ুর বিভিন্ন কেন্দ্রে সুষ্ঠু নির্বাচনের জন্য মোতায়েন থাকবে ২২৫ কোম্পানি বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *