
দল আর পাশে নেই কেষ্টদা’র,আইনি খরচ জোগাবেন কে?
24Hrs Tv ওয়েব ডেস্ক : মাস দেড়েক তিনি তিহাড়ে রয়েছেন। বীরভূমের বাদশা তিনি, তাঁর নামেই ১৮ কোটির ফিক্সড ডিপোজিটের হদিশ পেয়েছিলেন তদন্তকারী সংস্থা। বিপুল পরিমাণ সম্পত্তির হিসেব মেলাতেই হিমশিম খেয়েছেন তদন্তকারীরা। সেই অনুব্রত আজ নাকি নিঃস্ব! মামলার খরচ জোগাবার মতো টাকাটুকুও নেই তাঁর কাছে। সূত্রের খবর নিজের আইনজীবীর কাছেই সরল স্বীকারোক্তি তাঁর। সোমবার দিল্লির সিবিআই-এর বিশেষ আদালতে অনুব্রতর জেল হেফাজতের মেয়াদ বাড়ানো হয়েছে। জানা গিয়েছে, আইনজীবীকে তিহাড় থেকে মেডিক্যাল রিপোর্ট প্রস্তুত করার অনুরোধ জানিয়েছেন অনুব্রত মণ্ডল। আর সেই রিপোর্ট যাতে তড়িঘড়ি প্রস্তুত করা যায়, সে ব্যাপারে আইনজীবীকে অনুরোধ করেন তিনি। আদতে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে দিল্লির উচ্চ আদালতে জামিনের আবেদন জানাতে চান বলে সূত্রের খবর।
এরই পাশাপাশি প্রশ্ন উঠেছে, ইডি-র সম্পত্তি বাজেয়াপ্তের পরে অনুব্রতের বিপুল আইনি খরচ জোগাবেন কে? বিভিন্ন সূত্রে জানা গিয়েছে এই মুহূর্তে আসানসোল আদালত, কলকাতা হাই কোর্ট, দিল্লির আদালতে অনুব্রতের একাধিক মামলা চলছে। সম্প্রতি এর সঙ্গে দিল্লি আদালতে যুক্ত হয়েছে অনুব্রতের মেয়ে সুকন্যা মণ্ডলের মামলাও। এত দিন আদালতে তাঁদের হয়ে মামলা লড়েছেন নামীদামি আইনজীবীরা। যাঁদের মধ্যে কারও কারও এক দিনের হাজিরা বাবদ পারিশ্রমিক কয়েক লক্ষ টাকা। কিন্তু এত টাকা আসবে কোথা থেকে ? দল তাঁর মাথার উপর থেকে হাত তুলে নিয়েছেন কিনা, নানান প্রশ্ন রাজনৈতিক মহলে।
অনুব্রত-ঘনিষ্ঠেরা আঁচ পাচ্ছেন নাকি দল আর তাঁদের ‘কেষ্টদা’র পাশে নেই। তাঁদের একাংশের কথায়, “যে লোকটা দলের হয়ে সারা জীবন দিয়ে দিল, আজ তার দুর্দিনে দলকে পাশে দাঁড়াতে দেখা যাচ্ছে না। সত্যি কি এমন হচ্ছে ? তবে খরচ জোগাবে কে এই নিয়েও ভোগান্তিতে অনুব্রত মণ্ডল। এই দুর্দিনে পাশে নেই দলও। এত দিন আদালতে তাঁদের হয়ে মামলা লড়েছেন নামীদামি আইনজীবীরা। যাঁদের মধ্যে কারও কারও এক দিনের হাজিরা বাবদ পারিশ্রমিক কয়েক লক্ষ টাকা। কিন্তু এবার চিন্তার ভাজ অনুব্রতের কপালে।
Average Rating