কলকাতা খিলাফৎ কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেলো মেধাবী ছাত্র ছাত্রীদের সংবর্ধনা

Read Time:2 Minute

২৪ আওয়ার্স টিভি ওয়েব ডেস্ক : এবার কলকাতা খিলাফৎ কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেলো মেধাবী ছাত্র ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান । যেখানে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানোর পাশাপাশি তাদের হাতে স্কলারশিপ তুলে দেওয়া হয় । কলকাতা খিলাফত কমিটি , মানুষের সেবায় বিভিন্ন রকম কাজ করে থাকে । এর আগেও একাধিকবার কলকাতার বুকে অনুষ্ঠিত হয়েছিলো , খিলাফত কমিটির অনুষ্ঠান । যেমন , দুস্থ মানুষদেরকে খাদ্য, বস্ত্র দান , নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে অবক্ষয়ের হাত থেকে সঠিক পথে পরিচালনা ,এমনকি আমফানে ক্ষতিগ্রস্ত দেরকে টাকা এবং অন্যান্য সামগ্রী দিয়ে সাহায্যের হাত বাড়িয়েছিল এই কমিটি।

এবার তাদের নতুন প্রয়াস , ছাত্র ছাত্রীদের স্কলারশিপ প্রদান । কলকাতার রবীন্দ্রনাথ টেগর সেন্টারে খিলাফত কমিটির উদ্যোগে আয়োজিত হয়ে গেল ছাত্র ছাত্রীদের স্কলারশিপের অনুষ্ঠান । যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী জাভেদ আহমেদ খান , মন্ত্রী শশী পাঁজা , ৬৬ নং ওয়ার্ডের পৌরপিতা ফয়েজ আহমেদ খান এবং খিলাফত কমিটির একাধিক সদস্যসহ গুনী জনেরা।

এদিনের অনুষ্ঠান থেকে মন্ত্রী জাভেদ আহমেদ খান জানান , এই কমিটি বিভিন্ন ভাবে সর্বদাই মানুষের পাশে আছে এবং তাদের স্কলারশিপের নতুন প্রয়াস কে আগামি দিনে বৃহত্তর পরিসরে তুলে ধরার প্রয়াস তারা চালিয়ে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *