
বদলালো সম্পর্কের সমীকরণ, ভিকিকে দেখামাত্রই বুকে জড়িয়ে ধরলেন সলমন
24Hrs Tv ওয়েব ডেস্ক : দিন কয়েক আগেই এক অনুষ্ঠানে দেখা গেছিলো যে, সলমনের দেহরক্ষীরা ধাক্কা দিয়েছিল ভিকি কৌশলকে। ধাক্কা দিয়ে সরাতে দেখা যায় তাঁকে। এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের গালিচায় দেখা গিয়েছিল, বলিউড অভিনেতা ভিকি কৌশলকে ধাক্কা মেরে সরিয়ে দিচ্ছেন সলমন খানের নিরাপত্তারক্ষীরা। সমাজমাধ্যমের পাতায় সেই ভিডিও ছড়িয়ে গেছিলো। এর জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছিল ভাইজানকে। অনেকে বলেছিলেন ‘বেশ করেছে’। অনেকের বক্তব্য ‘ প্রতিশোধ নিচ্ছেন তিনি’। যেন পাত্তায় দেন নি ভিকি কৌশলকে। এবার ঘটনার ঠিক উল্টোটাই ঘটলো। পুরনো সম্পর্কের সমীকরণ তবে বদলালো বলে মনে করছেন অনেকেই। সেই ভিকি কৌশল যিনি ভাইজানের প্রাক্তন প্রেমিকার বর্তমান স্বামী। ভাইজান দেখেও দেখেননি। তবে এবার দেখা গেলো উলটপূরাণ। ভিকিকে দেখামাত্রই বুকে জড়িয়ে ধরলেন সলমন। ঠিক কী ঘটেছিল দিন কয়েক আগে? এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সলমন খান ও ভিকি কৌশল দু’জনেই হাজির হয়েছিলেন।
সেই অনুষ্ঠানে ভক্তদের সঙ্গে ছবি তুলছিলেন ভিকি। তাঁকে ঘিরে ছিলেন তরুণীরা। আচমকাই তৎপরতা বেড়ে যায় সকলের মধ্যেই। ওই একই অনুষ্ঠানের দ্বিতীয় দিনে ভিকিকে বুকে টেনে নিলেন সলমন। ভিকিকে দেখামাত্রই বুকে জড়িয়ে ধরলেন সলমন। পূর্বের তিক্ততা মনে রাখেননি কেউ। দুজনেই বাড়িয়ে দেন বন্ধুত্বের হাত। ভিকিকে নজর দিতে দেখা যায় এবার। তবে সলমন খান কি দুঃখিত? নাকি সবটা ‘ড্যামেজ কন্ট্রোল’-এর মরিয়া চেষ্টা? এই নিয়ে জল্পনা তুঙ্গে। তবে আপাতভাবে যেন ভস্মে জল পড়েছে। ভিকিকে জড়িয়ে ধরতে দেখে পুরনো সম্পর্ক ঠিক হয়ে গেছে বলে মনে করছ্রন অনেকেই। অনেকে প্রশংসা করলেন সলমনের। দুই অভিনেতার আলিঙ্গনে খুশি অনুরাগীরা।