প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফলাফল, প্রথম শুভ্রাংশু সর্দার

Read Time:2 Minute, 14 Second

24Hrs Tv ওয়েব ডেস্ক : উচ্চ মাধ্যমিকের ফলাফল বের হতেই মেধা তালিকায় নজর কাড়ল ছাত্রছাত্রীরা। এবারের মোট আবেদনকারী পরীক্ষার্থীর সংখ্যা ৮,৫২,৪৪৪ জন। মোট পরীক্ষা দিয়েছেন ৮,২৪,৮৯১ জন। পাশ করেছে ৭,৩৭,৮০৭ জন। পাশের হার ৮৯.২৫ শতাংশ। পাশের হারে জেলাভিত্তিক প্রথম হয়েছেন পূর্ব মেদিনীপুর। ১১ টি জেলায় পাশের হার ৯০ পার্সেন্ট বেশি। আগামী বছর উচ্চ মাধ্যমিক শেষ হবে ২৯ ফেব্রুয়ারি। দুপুর ১২টা থেকে ৩টে ১৫।’ এবারের মেধাতালিকায় রয়েছেন ৮৭ জন। নরেন্দ্রপুর রামকৃষ্ণ বিদ্যালয়র শুভ্রাংশু সরকার। প্রাপ্ত নম্বর হল ৪৯৬ শতাংশ। বিচারে তিনি পেয়েছেন ৯৯.২ শতাংশ।’

দ্বিতীয় হয়েছেন বাঁকুড়ার বঙ্গ বিদ্যালয়ের সুষমা পাল। প্রাপ্ত নম্বর ৪৯৫। এবং উত্তর দিনাজপুরের আবু সানা তিনিও দ্বিতীয় হয়েছেন। তৃতীয় স্থানে রয়েছেন তিন জন। তৃতীয় স্থানে রয়েছেন তমলুকের চন্দ্রবিন্দু মাইতি, বালুরঘাটের অনুসূয়া সাহা, আলিপুরদুয়ারের পিয়ালি দাস। ৪৯৪ প্রাপ্ত নম্বর। ছাত্রদের পাশের হার ৯১.৮৬ শতাংশ। ছাত্রীদের পাশের হার ৮৭.২৬ শতাংশ। দুপুর ১২টায় সাংবাদিক বৈঠকের মাধ্যমে ফলপ্রকাশ করা হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে। সাড়ে ১২টা থেকে সংসদের বিভিন্ন ওয়েবসাইট ফলাফল দেখা যাবে।৩১ মে সংসদের তরফে স্কুলগুলিকে উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *