অক্সিজেনের খোঁজ দিল রোভার প্রজ্ঞান

Read Time:2 Minute

24Hrs Tv ওয়েব ডেস্ক : চাঁদে এক সপ্তাহ কাটিয়ে ফেলেছে ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান। সূর্যের আলো থাকবে আর সাতদিন। যা করার এই এক সপ্তাহে করতে হবে প্রজ্ঞানকে। প্রজ্ঞানের চাকার যা সাইজ তাতে বড় গর্ত বা পাথর টপকে যাওয়া সম্ভব নয়। তার উপর তার গতিবেগও বেশি নয়, সেকেন্ডে এক সেন্টিমিটার মাত্র। ২৫ তারিখ ইসরোর তরফে জানানো হয়, আট মিটার পথ অতিক্রম করেছে প্রজ্ঞান। সোমবার একটি টুইটে ইসরো জানায়, চার মিটার গর্তের সামনে পড়ে গতিপথ বদলে ফেলেছে প্রজ্ঞান। ঠিকঠাক কাজ করছে তার চারটি পেলোড ইলসা, চ্যাস্টে, রম্ভা এবং অ্যারে। চাঁদের দক্ষিণ মেরুর মাটিতে সালফারের উপস্থিতি নিশ্চিত করেছে প্রজ্ঞান। সালফার ছাড়াও অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, লোহা (ফেরাস), ক্রোমিয়াম, টাইটানিয়াম, ম্যাঙ্গানিজ, সিলিকন এবং অক্সিজেনের উপস্থিতি টের পেয়েছে প্রজ্ঞান।

প্রজ্ঞান তার জায়গা থেকে তিন মিটার এগিয়ে চার মিটার ব্যাসের একটি গর্ত খুঁজে পায় চাঁদের মাটিতে। ইসরো বিজ্ঞানীরা রোভারটিকে সময়মত গতিপথ পরিবর্তন করার নির্দেশ দিয়েছিলেন।প্রজ্ঞান যেখানে আছে, তার ঠিক আগে একটি বড় গর্ত ছিল। বড় বিপদ ঘটতে পারত। সেখান থেকে রোভারকে পথ বদলিয়ে নিরাপদে ফেরানো হয়েছে। রোভার প্রজ্ঞান আপাতত নিরাপদ আর, নতুন পথে চলছে। চন্দ্রের পৃষ্ঠের মাটিতে তাপমাত্রার তীব্র হ্রাস ধরা পড়েছে ল্যান্ডারের যন্ত্রে। চন্দ্রপৃষ্ঠ থেকে মাত্র ১০ সেন্টিমিটার নীচে, তাপমাত্রা প্রায় -১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। সেই সময় এর পৃষ্ঠের তাপমাত্রা প্রায় ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছিল বলেই ইসরো জানিয়েছে। ল্যান্ডারের সঙ্গে সংযোগ রেখেই চন্দ্রপৃষ্ঠে ঘুরে বেড়াচ্ছে রোভার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *