স্পিকারের বিরুদ্ধে অনাস্থা আনবে গেরুয়া শিবির বাজেট অধিবেশনে

Read Time:2 Minute

24Hrs Tv, ওয়েব ডেস্কঃ স্পিকারের বিরুদ্ধে অনাস্থা আনবে বিজেপি সরকার বিধানসভা বাজেট অধিবেশনে। সোমবার জানিয়েছেন শুভেন্দু অধিকারী, সূত্রের খবর। যদিও আলোচনার পর পাকাপাকি সিদ্ধান্ত নেওয়া হবে বলেই জানান তিনি। শুভেন্দু বলেন, “অযোগ্য চাকরি প্রাপকদের চাকরিতে বহাল রাখতেই অতিরিক্ত শূন্যপদ তৈরির বিষয়ে সায় দিয়েছিল মন্ত্রিসভা। চাকরি দুর্নীতি নিয়ে আলোচনার দাবি জানান বিরোধী দলনেতা।” গোটা বিষয়টা আদালতের বিচারাধীন, ফলে এই মুহূর্তে আলোচনা করা যাবে না, স্পিকার জানান। খারিজ হয়ে যায় মুলতুবি প্রস্তাব।
স্পিকারের এই সিদ্ধান্তের পরই বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। অধিবেশন বয়কটও করেন, এমনই জানা গিয়েছে। মুলতুবি প্রস্তাবের চার প্রস্তাবকের বক্তব্য শুনতে চান স্পিকার। সেই সময় বিধানসভায় আলোচনার পরিস্থিতি ছিল না বলেই দাবি বিজেপির। তাঁদের মধ্যে চারজনের কেউই বক্তব্য রাখেননি। এর জেরে অসন্তুষ্ট হন স্পিকার। হিরণ চট্টোপাধ্যায়, গোপাল সাহা-সহ মোট চার বিধায়ক অধিবেশনের পরবর্তী ২ দিনে কোনও প্রস্তাব আনতে ও স্বাক্ষর করতে পারবে না এমনটাই নির্দেশ দেন।
এদিকে স্পিকারের এই নির্দেশে ক্ষুব্ধ বিজেপি। বিচারাধীন বিষয়ের যুক্তিতে মন্ত্রিসভার কোনও সিদ্ধান্ত নিয়ে বিধানসভার আলোচনায় বাধা দেওয়া যায় না, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি। এরপরই তিনি স্পিকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তোলেন বলে জানা গিয়েছে। পরিপ্রেক্ষিতে শুভেন্দু বলেন, “এভাবে চললে বাজেট অধিবেশনে স্পিকারের বিরুদ্ধে অনাস্থা আনবে বিজেপি। তবে পরিষদীয় দল বসে সিদ্ধান্ত নেবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *