‘ডিসেম্বরেই মেদিনীপুরের কলঙ্ককে বিতাড়িত করতে হবে’ , মন্তব্য অভিষেকের

Read Time:4 Minute

২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক :‘ যাঁকে ভরসা করে মমতা বন্দ্যোপাধ্যায় জেলার দায়িত্ব দিয়েছিলেন, তিনি বিশ্বাসঘাতকতা করেছেন’। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম না করেই কাঁথির সভায় শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করেন । মমতা বন্দ্যোপাধ্যায়কে ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুরের মানুষ ক্ষমতায় এনেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন , হলদিয়ায় তাঁর সভার পরেই পরিবর্তন হয়েছে । তিনি চ্যালেঞ্জ করে বলেন , ‘ডিসেম্বরেই মেদিনীপুরের কলঙ্ককে বিতাড়িত করতে হবে’।

অন্য দিকে ডায়মন্ড হারবারে সভা করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কিন্তু তার সভার আগেই বাধার অভিযোগ উঠেছে । জোর করে মঞ্চ খুলে দেওয়ার চেষ্টা, চেয়ার ছোড়াছুড়ি থেকে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগে তুলকালাম এলাকায় । এই অভিযোগে কাঠগড়ায় দায়ের করা হয়েছে তৃণমূলকে ! বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘটনার ভিডিও ট্যুইট করে অভিযোগ করেন, হাইকোর্ট তাঁর সভায় অনুমতি দেওয়া পরও, তা বানচালের চেষ্টা করছে লুম্পেনবাহিনী!

আজ অভিষেকের গড়ে শুভেন্দুর সভা । অর্থাৎ শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবারে সভা করেছেন । তিনি সেখানে অশান্তি ব্যাপারেও কথা বলেছেন। অভিষেকের কথায়, ‘ডায়মন্ড হারবারে মিটিং করতে গিয়েছেন। ডেকরেটর সরঞ্জাম দিচ্ছে না। দোষ দিচ্ছে অভিষেককে। ‘এছাড়াও অভিষেকের বন্দ্যোপাধ্যায় বলেন , ‘শালীনতা ছাড়িয়ে আমার স্ত্রী, সন্তান, শ্যালিকাকেও আক্রমণ করছেন।’ অভিষেকের দাবি, ‘কলেজের গার্লস হস্টেল তৈরিতে ১ কোটি ১৫ লক্ষ টাকার টেন্ডার। নিয়মবহির্ভূত ভাবে ৮৫ লক্ষ টাকা বেশি খরচ দেখানো হয়।’ এছাড়াও তিনি জানান , ‘একটা পরিবারের উপর ভরসা না করে গ্রামে গিয়ে নেতাদের দেখা উচিত ছিল। একটি পরিবারের উপর ভরসা করার জন্য মানুষের কাছে ক্ষমা চাইছি ।’ দুর্নীতি-প্রশ্নে তৃণমূল যে আপস করে না । আর সেটা বোঝাতে অভিষেকের বার্তা,’ইডি-সিবিআই যতবার ডেকেছে গিয়েছি, একবারও মাথা নত করিনি । তিনি ৪৮ ঘণ্টার মধ্যে মারিশদায় পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানের ইস্তফার দাবি করেছেন । একই সঙ্গে , তৃণমূলের অঞ্চল সভাপতিকেও ইস্তফা দিতে হবে।’

আজ শুভেন্দু গড়ে অভিষেকের সভা । পূর্ব মেদিনীপুরে অভিষেক সভায় শুভেন্দুকে টানা আক্রমণ করেন । তিনি বলেন , ‘পূর্ব মেদিনীপুরের এই বিশ্বাসঘাতককে বাংলার মানুষ ৫০০ বছর মনে রাখবে । ডিসেম্বরে মেদিনীপুরের প্রতি এলাকায় বিশ্বাসঘাতকমুক্ত করতে হবে।’ আজ রাজ্য রাজনীতিতে খণ্ডযুদ্ধ । একেবারে সম্মুখ তৃণমূল-বিজেপির সভাযুদ্ধ । শুভেন্দু গড় কাঁথিতে সভা অভিষেকের। বাড়ির সামনে চোর স্লোগান তৃণমূল কর্মীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *