
আবারো চোখ রাঙাচ্ছে সমুদ্র, আবহাওয়ার পরিবর্তন শুরু
আবারো ভয়ঙ্কর রূপ নিতে চলেছে সমুদ্র, একদিকে গভীর নিম্নচাপ অন্যদিকে ভরা কোটাল, ভাসবে উপকূল। বৃহস্পতিবার সকালেই শুরু হবে ভরা কোটাল। তাই আগে থেকে সতর্ক হচ্ছে রাজ্য সরকার। সূত্রের খবর, উপকূলবর্তী এলাকায় ইতিমধ্যেই প্রায় ২০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
ইয়াসের মাঝে ছিল পূর্ণিমার ভরা কোটাল। এবার অমাবস্যার ভরা কোটাল সঙ্গে গভীর নিম্নচাপ চোখ রাঙাচ্ছে। তার সঙ্গে চলবে পূর্ণগ্রাস সূর্য গ্রহণ। ভারত থেকে তা না দেখা না গেলেও এমনই একটি মহাজাগতিক পরিস্থিতি আগামিকাল তৈরি হচ্ছে যে সমুদ্র ফুলে ফেঁপে উঠবে। জানা গিয়েছে, পূর্ণিমার ভরা কোটালের থেকেও মারাত্মক হবে অমাবস্যার ভরা কোটাল। মত্স্যজীবীদের আগামিকাল সকালের মধ্যেই ফিরে আসর কথা জানিয়েছে হাওয়া অফিস।
কলকাতা শহরেও গঙ্গা সংলগ্ন এলাকা গুলিতে ভরা কোটালের প্রভাব পড়বে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। বুধবার থেকেই উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। আগামী দু’দিন উপকূলবর্তী এলাকায় যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছ। উপকূলরক্ষী বাহিনীকেও প্রস্তুত রাখা হয়েছে।