সিরিয়াল শেষপথে,কিন্তু কথা দিয়েও কথা রাখতে পারছেন না অভিনেত্রী শোলাঙ্কি

Read Time:2 Minute, 54 Second

24Hrs Tv ওয়েব ডেস্ক : কেবল গাঁটছড়া নয়, একের পর এক সিরিয়ালে অভিনয় করেছেন শোলাঙ্কি। ত্রুন প্রজন্মের অন্যতম ক্রাশ বলা হয় তাঁকে। শোলাঙ্কি রায়ের ভক্তের সংখ্যা নেহাতই কম নয়। বড় পর্দা থেকে শুরু করে ছোটপর্দা, অভিনয়ের দাপটে রাজত্ব তাঁর ভক্তদের মনে। বেশ অনেক দিন হল শেষ হয়েছে সিরিয়ালে তাঁর চরিত্র। আপাতত তাঁর নতুন ছবিমুক্তি নিয়ে বেশ ব্যস্ত তিনি। গাঁটছড়া-তে এখনও অনিন্দ্যের চরিত্রটি দেখছেন দর্শক। তবে নতুন ছবিতে তাঁদের কী দেখা যাবে তা এখনই খোলসা করতে নারাজ অভিনেত্রী। শোনা যাচ্ছে, নতুন একটি সিরিজ়ে অভিনয়ের কথা চলছে শোলাঙ্কির। যদিও সেই বিষয়ে মুখ খোলেননি অভিনেত্রী। তবে নতুন ছবিতে যে দুর্দান্ত অভিনয় করতে চলেছেন তিনি তা পরিষ্কার।

সম্প্রতি একটি ছবি পোস্ট করেন অভিনেতা অনিন্দ্য। পর্দায় যাঁর সঙ্গে ভুত ওঝার সম্পর্ক। বাস্তবে তাঁদের সম্পর্ক কি ঝগড়ুটে নাকি মধুর সম্পর্ক এই বিষয়ে জল্পনার আর শেষ নেই। এই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়াছড়ি। শোলাঙ্কির সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ”আমরা আবার আসছি ফিরে।” আসলে নতুন ছবির কাজে এত ব্যস্ত হয়ে পড়েছে অভিনেত্রী যে কফি খেতে যাবার সময় পাচ্ছেন না তিনি। তিনি তাঁদের সম্পর্ক নিয়ে জানান যে, বাস্তবে আমাদের কিন্তু দারুণ জমে। অনিন্দ্যর বাড়ি আমার বাড়ির খুবই কাছে। সিরিয়াল শেষের পর যদিও অনেক বার পরিকল্পনা করেও দেখা করে উঠতে পারিনি। ওর সঙ্গে এক দিন কফি খেতে যাওয়ার ইচ্ছে আছে।” কিন্তু ব্যস্ততার কারনে যাওয়া হয়ে ওঠে নি তাঁদের।

আসছে শোলাঙ্কির নতুন ছবি ‘শহরের উষ্ণতম দিনে’। যে ছবিতে আবারও তাঁদের একসঙ্গে দেখা যাবে। দর্শকগন সেই অপেক্ষায় আছে বলা যেতে পারে। আবারও একসঙ্গে দেখা যাবে তাঁদের। তবে এবার কোন চরিত্রে দেখা যাবে তাঁদের। এই বিষয়ে তাঁকে প্রশ্ন করলে তিনি জানান যে,’টিজ়ার প্রকাশ্যে না আসা অবধি আর কিছু বলব না।’ বিষয়টি গোপন রাখতে চাইছেন অভিনেত্রী।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *