
গোপনে অভিনেত্রীর শুটিং, এইবার প্রকাশ্যে আনলেন রণবীর
24Hrs Tv ওয়েব ডেস্ক : বলিউডের অন্যতম সুন্দরী ঐশ্বর্য রায়। ঐশ্বর্য-অভিষেকের ১৫ বছরের দাম্পত্য সম্পর্ক। বলিপাড়ার অন্যতম আদর্শ দম্পতি অভিষেক-ঐশ্বর্য। রাই সুন্দরীর রূপেই নয়, তাঁর গুণেও মুগ্ধ থাকেন বচ্চন পরিবার। অন্যদিকে যাঁকে মূলত লেডিস ম্যান বলা হয়, সেই রণবীর কাপুর ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে রীতিমত ভয় পাচ্ছিলেন ঐশ্বর্য। একসময় রণবীর কাপুরের সাথে ঘনিষ্ঠ মুহূর্ত শুট করতে বেজায় অস্বস্তিতে পড়েছিলেন রণবীর কাপুরের। তাই বলে বিপরীতে ঐশ্বর্য! তাঁর সঙ্গে ঘনিষ্ঠদৃশ্যে অভিনয় করা এটা যেন রণবীর কাপুরের কাছেও দ্বিধার বিষয় ছিল। ঐশ্বর্যকে ছোঁয়ার আগে রীতিমত ঘাবড়ে যেতেন তিনি। নিজেই একবার কপিল শর্মার সঙ্গে সাক্ষাৎকারে ঐশ্বর্যের রূপের প্রসংশা করে জানিয়েছিলেন, ঐশ্বর্য যখন স্নান করেন, তখন জলটার স্নান হয়ে যায়।
বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছিল, ঐশ্বর্য নাকি পরিবারের কাউকে এই ঘনিষ্ঠ দৃশ্যের কথা বলেই উঠতে পারেননি। গোপন রেখেই করেছিলেন শুটিং। যদিও সবটাই রটনা। যদিও এই বিষয়টা রটেছিল, পুরোপুরি সত্যতা নেই। তবে রণবীর কাপুর বর্তমানে বিবাহিত। এখন তিনি কেবলই আলিয়া ভাটের। অভিনেতা বলেন যে, ‘সিনেমা মুক্তি ছাড়াও এটা আমার জন্য একটি বড় বিষয়, কারণ আমি বিয়ে করেছি। আমি সবসময় বলতাম ডাল ভাত নয়, জীবনে টাংরি কাবাব দরকার। তবে অভিজ্ঞতায় বলতে পারি ডাল-ভাত ছাড়া আর কিছুই ভালো নয়। আলিয়া আমার জন্য ডাল-ভাত-তরকা, সঙ্গে আচার, ও-ই সব। ওর থেকে ভালো সঙ্গী কেউ হতে পারবে না আমার জীবনে।’
অন্যদিকে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মহিলাদের মধ্যে অন্যতম ঐশ্বর্যকে বিয়ে করে কী কী চাপের মুখে পড়েছিলেন এবং তা কীভাবে তা সামলেছিলেন অভিষেক, জানিয়েছিলেন নিজেই। অভিষেক বলেছিলেন, ঐশ্বর্য হট বলেই আমি তাকে বিয়ে করেছি তেমনটা নয়, একজন ভাল মানুষ হিসেবেই আমি তাকে বিয়ে করেছি। তবে এটা সত্যি যে তিনি হল অন্যতম সুন্দর মহিলাদের মধ্যে একজন এবং ভারতীয় চলচ্চিত্রের সফল অভিনেত্রীদের মধ্যেও একজন। এবং তাঁকে পেয়ে আমি গর্বিত। এবার অনেকদিন পর ঐশ্বর্য রায়ের স্নান করা নিয়ে বললেন রণবীর কাপুর। যখন সে স্নান করে ম্লাণ হয়ে যায় জল।
Average Rating