
ফের কংগ্রেসে প্রত্যাবর্তন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলের
24Hrs Tv, ওয়েব ডেস্কঃ ফের গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী শংকর সিং বাঘেলার ছেলে মহেন্দ্র সিং বাঘেলা কংগ্রেস থেকে যোগ দিয়েছিলেন বিজেপিতে। ঠিক তখনই ক্ষোভ উগরে দিলেন গেরুয়া শিবিরের বিরুদ্ধে। তিনি জানান, বিজেপিতে তিনি কখনওই স্বস্তিতে ছিলেন না।
২০১২ সালে গুজরাটের বায়াদ বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে ভোটে লড়েছিলেন মহেন্দ্র। ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে পাঁচ বছরের মেয়াদ শেষে ঠিক আগে হাত শিবির ছেড়ে দেন তিনি। কেবল তিনিই নন, নিজের ৭৭তম জন্মদিনে দল ছাড়ার কথা ঘোষণা করেন তাঁর বাবা প্রবীণ কংগ্রেস বিধায়ক ও গুজরাট বিধানসভার বিরোধী দলনেতা শংকর সিং বাঘেলাও। নির্বাচনের ঠিক আগেই সব মিলিয়ে ৬ জন কংগ্রেস বিধায়ক দল ছেড়ে দেন।
২০১৮ সালে মহেন্দ্র বিজেপিতে যোগ দেন। কিন্তু বেশিদিন তিনি সেখানে ছিলেন না এমনটাই জানা গিয়েছে। ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে মাস তিনেকের মধ্যেই বিজেপি থেকে বেরিয়ে গেলেও পুরোনো দলে এতদিন ফেরেননি প্রাক্তন বিধায়ক। অবশেষে শতাব্দী প্রাচীন দলে প্রত্যাবর্তন হল তাঁর।
তিনি জানান, ঘৃণার রাজনীতির বিরুদ্ধে লড়াই করতে চাই। বিজেপিতে গেলেও সেখানে স্বস্তি পাননি। গত পাঁচ বছরে দলের কোনও অনুষ্ঠান বা বৈঠকেও অনুপস্থিত থেকেছি। আবার কংগ্রেসে যোগ দিয়েছে। তিনিও দলের কাছে কোনও দাবি করেননি। আপাতত দল যেটুকু কাজ তাঁকে দেবে সেটুকু করেই তিনি এগিয়ে যেতে চান বলে জানান গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রীর পুত্র।