রাজ্য সরকার ত্রাণ নিয়ে দুর্নীতি করছে, বক্তব্য বিরোধী দলনেতা শুভেন্দুর

Read Time:1 Minute

ভয়ঙ্কর ঘূ্ণিঝড় ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর। এখনো পূর্ব মেদিনীপুর জেলার বেশ কিছু জায়গা জলের তলায়। নদী বাঁধ ভেঙে প্লাবিত একাধিক গ্রাম। সেই সকল ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকার।

রাজ্য সরকার ত্রাণ নিয়ে দুর্নীতি করছে বলে গর্জে ওঠেন তিনি। এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, ‘‌আমফান ও ফণি আছড়ে পড়ার পর রাজ্য সরকার যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিল এবার তা হচ্ছে না। অথচ ইয়াস আছড়ে পড়ার আগেই আগাম রাজ্য সরকারকে ৪০০ কোটি টাকা দিয়েছিল কেন্দ্রীয় সরকার। সেই অর্থ কাজে লাগানো হচ্ছে না। কী করা হচ্ছে সেই অর্থ দিয়ে কিছুই বলা হচ্ছে না। সাধারণ মানুষকে রাজ্য সরকার কোনও অর্থ সাহায্য কিংবা ত্রাণও দিচ্ছে না।

ইয়াসের টাকা নিয়েও দুর্নীতি করছে রাজ্য সরকার।’‌ এর পাশাপাশি এদিন খেজুরির স্থানীয় মানুষদের শুভেন্দু আরও বলেন,পঞ্চায়েত ও বিডিও অফিসে দেখলাম ড্রপবক্স খোলা হয়েছে। ওই ড্রপবক্সে প্রত্যেকে ক্ষতির কথা জানাবেন। আবেদন করছেন যে তার একটা রিসিভ কপি প্রত্যেকে কাছে রাখবেন। তা না থাকলে পরে রাজ্য সরকার বলবে আবেদনই করেননি কেউ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *