জিন্দলদের পড়ে থাকা জমিতে শিল্প গড়বে রাজ্য সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Read Time:2 Minute

24Hrs Tv ওয়েব ডেস্ক : নবজোয়ার কর্মসূচিতে প্রানপনে লড়াই করে চলেছেন মুখ্যমন্ত্রী। এইবার এই কর্মসূচিতে শালবনিতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী। শালবনির জনসভায় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী। তৃণমূলের নব জোয়ার যাত্রা থেকেই শনিবার এই ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী। শালবনিতে শনিবার মমতা বলেন, “এই শালবনিতে একদিন কিছুই ছিল না। জ‌্যোতিবাবুরা জমি দিয়ে পালিয়ে গিয়েছিল। তারপর কিছু হয়েছিল? হয়নি। এই জিন্দালদের কারখানা আমি এসে উদ্বোধন করেছিলাম।”এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী এ দিন বলেন, “আপনাদের একটি সুখবর দিই। জিন্দালদের কারখানা করতে যতটা জমি লেগেছে, বাদবাকি যে জমি ওঁরা নিয়েছেন আমাদের কাছ থেকে, কিন্তু কোনও কাজে লাগেনি। সেই জমি ওঁরা আমাদের ফেরত দিচ্ছেন, সেই জমিতে আমরা একটি বড় শিল্প করতে চলেছি। শালবনিতে আবার একটি বড় শিল্প হতে চলেছে।”এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।

যদিও কত জমিতে কোন শিল্পপতি ঠিক কী শিল্প করবেন, তা এদিন খোলসা করেননি মুখ্যমন্ত্রী। শালবনিতে জেএসডব্লিউ গোষ্ঠীকে ইস্পাত কারখানা গড়ার জন্য মোট ৪,৩৩৪ একর জমি দিয়েছিল আগের বামফ্রন্ট সরকার। যদিও পরে কয়লা ও লৌহ আকরিক জোগাড় নিশ্চিত করতে না পারায় শালবনিতে ইস্পাত কারখানা গড়ার পরিকল্পনা বাতিল করেছিলেন সজ্জন জিন্দাল। জানা যাচ্ছে যে, জেএসডব্লিউ স্টিল জমিদাতাদের কাছ থেকে যে ২৯৪ একর জমি সরাসরি কিনেছিল, তা তাঁদের ফেরৎ দেওয়ার ইচ্ছার কথাও কয়েক বছর আগেই জানিয়েছে এই শিল্পগোষ্ঠী। আর তাই শালবনিতে সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *