‘দুয়ারে রেশন’ প্রকল্প চালিয়ে যাওয়ার নির্দেশ শীর্ষ আদালতের

Read Time:2 Minute

24Hrs Tv, ওয়েব ডেস্কঃ সোমবার কলকাতা হাই কোর্টের রায়ে স্থগিতাদেশ জারি করে এমনই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। এই রায় রাজ্য সরকারের বড় স্বস্তি নিঃসন্দেহে। এই খবরে‘দুয়ারে রেশন’প্রকল্পের বছর পূর্তিতে নাগরিক পরিষেবা চালিয়ে যেতে আর কোনও বাধা রইল না প্রশাসনের। সুপ্রিম কোর্টের এই স্থগিতাদেশের পরই নির্দেশ পাঠায় নবান্ন জেলাশাসকদের কাছে ‘দুয়ারে রেশন’চালু করার জন্য।
২০২১ বিধানসভা নির্বাচনের আগে প্রত্যন্ত এলাকার বাসিন্দাদের দুয়ারে দুয়ারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে ‘দুয়ারে রেশন’ প্রকল্প চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। সে বছর নভেম্বরে চালু হয় এই প্রকল্পটি। তৃতীয় তৃণমূল সরকারের এই প্রকল্প আমজনতার প্রশংসা কুড়িয়েছিল।
বিশেষত, এই প্রকল্পে পাহাড় ও জঙ্গলমহলের বাসিন্দারা দারুণ সুবিধা পাচ্ছিলেন। নির্দিষ্ট সময়ে প্রতি সপ্তাহে রেশন দোকান থেকে মালিক ও খাদ্যদফতরের এক প্রতিনিধি-সহ রেশন কর্মীরা সব জায়গায় গিয়ে দুয়ারে রেশন বিলি করছিলেন। শুনানি শেষে হাই কোর্ট ‘দুয়ারে রেশন’ প্রকল্প বন্ধ করার নির্দেশ দিয়েছিল। সোমবার হাই কোর্টের ওই রায়ে স্থগিতাদেশ জারি করে স্থিতাবস্থার কথা বলে শীর্ষ আদালত। যেমন প্রকল্প চলছিল, তেমনই চলবে। এই রায়ের পরই জেলাশাসকদের কাছে নবান্ন থেকে নির্দেশ যায়, দুয়ারে রেশন প্রকল্প চালিয়ে যেতে সবরকম প্রস্তুতি নেওয়া হোক।
কয়েকদিন আগে বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মানুষের সুবিধার জন্য দুয়ারে রেশন হচ্ছে। এতে সবার আপত্তি নেই। সমাজে ৯৯ শতাংশ ভালো লোক থাকলেও ১ শতাংশ মনে করে তারা কেবল নিজেরাই খাবে। নিজে খাব কিন্তু আর কাউকে খেতে দেব না, সেটা চলতে দেওয়া যাবে না। যে কোনও মূল্যে রাজ্যে ‘দুয়ারে রেশন’প্রকল্প চলবেই। কারও আপত্তির কাছে মাথা নোয়াবে না সরকার।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *