কাঁথি পুর দুর্নীতি মামলায় শুভেন্দুর আত্মীয়দের রক্ষাকবচ বহাল রাখলো শীর্ষ আদালত

Read Time:2 Minute

24Hrs Tv ওয়েব ডেস্ক : কাঁথি পুরসভা এলাকায় উন্নয়নমূলক কাজে গাফিলতির অভিযোগ তুলে কাঁথি থানায় অভিযোগ দায়ের করে রাজ্য় সরকার। এরপর তদন্ত শুরু করে কাঁথি থানার পুলিশ। চলতি বছরের ৭ই জুন এই মামলার শুনানি চলাকালীন হাইকোর্ট রায় দিয়েছিল ‘জিজ্ঞাসাবাদের জন্য তলব করতে হলে ৭২ ঘণ্টা আগে নোটিস দিতে হবে। যাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁদের আগে শো-কজ নোটিস দিতে হবে। শো-কজ নোটিস ধরানোর ১০ দিন পর পর্যন্ত তাঁদের গ্রেফতার করা যাবে না। নোটিসের প্রেক্ষিতে পুলিশ সন্তুষ্ট না হলে পরবর্তী পদক্ষেপ করতে পারবে। হাইকোর্টের এই নির্দেশের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার। কিন্তু হাইকোর্টের এই নির্দেশ বহাল রাখলো সুপ্রিমকোর্ট।

সাফ জানিয়ে দিল সুপ্রিমকোর্ট, হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করবে না। তাই হাইকোর্টের নির্দেশই বহাল রাখলো সুপ্রিমকোর্ট। শীর্ষ আদালতের এই নির্দেশের পর রাজ্য় সরকারকে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। টুইট করে লেখেন _ ‘আমার পরিবারের সদস্যদের, এমনকি, বাড়ির মহিলাদের হেনস্থা করার জন্য রাজ্যের আরও একটি প্রচেষ্টা সুপ্রিম কোর্ট নস্যাৎ করে দিয়েছে। কলকাতা হাইকোর্ট এই ধরনের অপকর্ম বন্ধ করেছে। যাকে চ্যালেঞ্জ করে একটি মামলা দায়ের করা হয়েছিল। আজ সুপ্রিম কোর্টও সেই মামলা খারিজ করে দিয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *