প্রেমিক রেমোর গলায় মালা দিলেন টলি অভিনেত্রী, বিয়ের অনুষ্ঠানে যেন চাঁদের হাট

Read Time:3 Minute, 28 Second

24Hrs Tv ওয়েব ডেস্ক : অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন জীবনে পথ চলা শুরু হল অভিনেত্রী মিষ্টি সিংয়ের। জাঁকজমকপূর্ণ বিয়ের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা এবং অভিনেত্রীগন সহ অন্যান্যরা। দীর্ঘদিনের প্রেম পরিণতি পেল এবার বিয়েতে। দুজন দুজনের গলায় মালা পরিয়ে সাতপাকে বাঁধা পড়লো দুজন। তাঁর বিয়ের অনুষ্ঠান শহরের এক বিলাসবহুল হোটেলে। সেখানে বসেছিল বিয়ের আসর। লাল রঙের ভারী কাজের লেহঙ্গা, তাক লাগানো গয়নায় সেজে উঠেছিলেন অভিনেত্রী। রেমো সেজে উঠেছিলেন ঘিয়ে রঙা শেরওয়ানি এবং লাল কুন্দনের হার। আত্মীয় পরিজন এবং কাছের মানুষদের উপস্থিতিতে জীবনের নতুন অধ্যায় শুরু করেন মিষ্টি-রেমো। শুধু তাই নয় নবদম্পতিকে আশীর্বাদ করতে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিও এসে উপস্থিত হয়েছিলেন মিষ্টি রেমোর বিয়ের অনুষ্ঠানে। বিশেষ দিনে মুখ্যমন্ত্রীর সান্নিধ্য পেয়ে উচ্ছ্বসিত মিষ্টি এবং রেমো। তাঁকে পায়ে হাত দিয়ে প্রণামও করে নবদম্পতি। একসঙ্গে লেন্সববন্দিও হন তাঁরা। দুজনেই খুশি এতে।

১৮ মে সন্ধ্যায় দীর্ঘ দিনের প্রেমিক রেমোর গলায় মালা দিলেন অভিনেত্রী। সেই নার্সারির বন্ধুর সঙ্গে প্রায় ১৪ বছরের সম্পর্ক। এত দিন যদিও প্রেমিককে অন্তরালেই রেখেছিলেন মিষ্টি। মিষ্টি সিং গত কয়েক দিন ধরেই ‘আলতা ফড়িং’ খ্যাত অভিনেত্রীর বিয়ে নিয়ে সাজ-সাজ রব টেলিপাড়ায়। ধাপে ধাপে মিষ্টির তারকা বন্ধু ও সতীর্থরা আইবুড়ো ভাত খাইয়েছেন। সে সব ছবি ও ভিডিয়ো একে একে মিষ্টি ভাগ করে নিয়েছেন নিজের সমাজমাধ্যমের পাতায়। তবে বিয়ের দিন কয়েক আগেই প্রথম বার প্রকাশ্যে আনেন রেমোকে। শহরের এক বিলাসবহুল হোটেলে বসেছিল মিষ্টি ও রেমোর বিয়ের আসর। অভিনেত্রীর জীবনের এই বিশেষ দিনে তাঁকে আশীর্বাদ জানাতে এসেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি তোলেন রেমো-মিষ্টির সঙ্গে। মুখ্যমন্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করেন নবদম্পতি। পরে নিজের সমাজমাধ্যমে পাতায় মুখ্যমন্ত্রীর উপস্থিতির জন্য ধন্যবাদ জানান অভিনেত্রী। বিয়ের পর দিন কয়েকের বিরতি, তার পরই কাজে ফিরবেন মিষ্টি, এমনটাই পরিকল্পনা তাঁর। বিয়ের পর কাজে ফিরবেন তিনি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *