
টানটান উত্তেজনায় ভরপুর হত্যাপুরীর ট্রেলার
মুক্তি পেল টানটান উত্তেজনায় ভরপুর সন্দীপ রায় পরিচালিত ছবি ‘হত্যাপুরী’- র ট্রেলার। এই ছবিতে ফেলুদার ভূমিকায় রয়েছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। ফেলুদার চারিত্রিক বৈশিষ্ট্যকে যথাসম্ভব ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন তিনি। এদিকে জটায়ু হিসেবে দেখা যাবে অভিজিৎ গুহকে। এবং তোপসের চরিত্রে নজর কেড়েছেন আয়ুষ দাস।
সত্যজিৎ রায় এর হত্যাপুরী গল্পের আধারে আসতে চলেছে সন্দীপ রায় পরিচালিত ছবি ”হত্যাপুরী’। সম্প্রতি মুক্তি পেল এই ছবির ট্রেলার। যা নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা ক্রমশ বাড়ছে। সাদামাটা লুকে ইন্দ্রনীল সেনগুপ্তকে দেখা যাবে ফেলুদার চরিত্রে। জটায়ুর ভূমিকায় রয়েছেন অভিজিৎ গুহ। তোপসের চরিত্রে নজর কেড়েছেন আয়ুষ দাসও। এছাড়াও এই ছবিতে রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, শুভাশিস মুখোপাধ্যায়দের মতো বর্ষীয়ান অভিনেতারাও। সত্যজিৎ রায় সৃষ্ট চরিত্র গুলিকে যথাসাধ্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন অভিনেতারা। সম্ভবত, আগামী ২৩ শে ডিসেম্বর মুক্তি পেতে চলেছে টানটান উত্তেজনায় ভরপুর সন্দীপ রায় পরিচালিত ছবি হত্যাপুরী।