সিউড়িতে যুবক খুনের ঘটনায় তৃণমূলের নিশানায় বিরোধীরা

24Hrs Tv, ওয়েব ডেস্কঃ উত্তপ্ত বীরভূমের সিউড়ি যুবকের খুনের ঘটনাকে কেন্দ্র করে। সিউড়ি তিলপাড়া পঞ্চায়েতের প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ কাজল শেখ-সহ ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এর জেরে রাজনৈতিক রং লেগেছে গোটা ঘটনায় এমনটাই অনুমান করা হছে। গ্রাম্য বিবাদের জেরেই প্রাণ গিয়েছে শেখ মফিজুরের, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের দাবি। রবিবার সকালে এই ঘটনার পরই মাজারে রাজ্যের শান্তি প্রার্থনা করলেন ফিরহাদ। শনিবার সন্ধ্যেয় সিউড়ির বাঁশঝোড় এলাকার কবর স্থানে মিলেছে শেখ মফিজুড়ের ক্ষতবিক্ষত দেহ। খুনের নেপথ্যে উঠে এসেছে বালি খাদান দখলের তত্ব। বালি খাদান নিয়ে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের জেরেই এই পরিণতি বলে আশঙ্কা করা হচ্ছে। মূল অভিযুক্ত সিউড়ি তিলপাড়া পঞ্চায়েতের প্রাক্তন পূর্ত কর্মাধক্ষ্য কাজল শেখ। ফলত বিরোধীদের একাংশ সিউড়ির ঘটনায় উস্কানি দেওয়ার অভিযোগ তুলেছেন হাকিমের বিরুদ্ধে।
পরিকল্পনা মাফিক রাজনৈতিক রং লাগানো হচ্ছে বলে দাবি রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, “কিছু ঘটে থাকলে সেটা অবশ্যই খারাপ ঘটনা। তবে বহু জায়গায় স্থানীয় বিবাদ হয়। তাতে সামগ্রিকভাবে রাজ্যের আইনশৃঙ্খলার প্রশ্ন তোলার কোনও মানে নেই। আর প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ যদি এতে যুক্ত থাকেন, তাকেও তো গ্রেফতার করা হয়েছে। অর্থাৎ পুলিশ যে নিরপেক্ষভাবে কাজ করছে তা স্পষ্ট।”
এ বিষয়ে বামনেতা সুজন চক্রবর্তী বলেন, “পুরোটাই ভাগ বাটোয়ারার খেলা।” অন্যদিকে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি টুইটারে লেখেন, “ববি দা এবার একটু শান্ত হন কলকাতায় মারছেন ডেঙ্গিতে, বীরভূমে উস্কানিতে।”রবিবার সকালে সিউড়ির কাছে পাথরচাপড়ির হজরত দাতা মেহবুব শাহ ওয়ালি মাজারে যান ফিরহাদ হাকিম, সঙ্গে ছিলেন সিউড়ি ও লাভপুরের বিধায়ক। এছাড়াও মাজারে চাদর চড়িয়ে শান্তি প্রার্থনা করেন ফিরহাদ হাকিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *