
২১ শে নভেম্বরই হচ্ছে ঝালদা পুরসভার আস্থা ভোট
24Hrs Tv, ওয়েব ডেস্কঃ কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে ২১ নভেম্বরই হবে ঝালদা পুরসভার আস্থা ভোট। গত ৪ নভেম্বরের তিন বিরোধী কাউন্সিলরের নোটিশ খারিজ করলেন বিচারপতি অমৃতা সিনহা। এই নির্দেশে খুশি শাসকদল।
গত ১৩ ই অক্টোবর ঝালদার তৃণমূল পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা আনেন কংগ্রেসের পাঁচ ও নির্দলের এক কাউন্সিলর অর্থাৎ মোট সাতজন, সূত্রের খবর। ১৫ দিনের মধ্যে তলবি সভা না ডাকার কারণে উপ-পুরপ্রধান তাঁর সময়সীমার একেবারে শেষের দিকে ২১ শে নভেম্বর তলবি সভা ডাকেন। তবে সেই সভা বৈধ নয় বলে দাবি অনাস্থা কাউন্সিলরের। তাঁরাও পালটা তলবি সভা ডাকেন। তলবি সভা ডাকায় প্রশাসন চুপ থাকায় শাসক ও বিরোধীদের বিবাদ গড়ায় আদালতে। কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন ঝালদা পুরসভার ভাইস চেয়ারম্যান সুদীপ কর্মকার নিজে।
আজ নির্বাচনে সেই মামলায় স্থগিতাদেশ দিয়েছে আদালত। সোমবার হচ্ছে না ঝালদা পুরসভার আস্থা ভোট এমনই সূত্রের খবর। নোটিস খারিজ করে বিচারপতি অমৃতা সিনহা জানান, ভোট হবে ২১ শে নভেম্বরই। ঝালদা পুরসভার আস্থা ভোট সংক্রান্ত মামলায় ধাক্কা খেয়েছে বিরোধীরা।
উল্লেখ্য, ২০১৮ সালে পুরপ্রধান সুরেশ আগরওয়ালের বিরুদ্ধে অনাস্থা এসেছিল। এই অনাস্থা সংক্রান্ত বিবাদ নিষ্পত্তি হয়েছিল আদালতের নির্দেশেই সেই সময়। খোলা বারান্দায় তাদের তলবি সভা হয়েছিল। পুরসভা সেই সভাকে মান্যতা দিতে চায়নি। কিয়তিপরে হাই কোর্টের নির্দেশেই চেয়ার ছাড়তে হয় পুরপ্রধান সুরেশ আগরওয়ালকে।