টিকটক ও উইচ্যাটের উপর নিষেধাজ্ঞা তুলে নিলো আমেরিকা সরকার

Read Time:1 Minute

গত বছর চিনা সংস্থার ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক ও চিনা সোশ্যাল মিডিয়া উইচ্যাটের ওপর নিষেধাজ্ঞা জারি করে ছিল আমেরিকা সরকার। সেই নিষেধাজ্ঞা তুলে নিল বাইডেন সরকার।

সূত্রের খবর , বুধবার বাইডেন ট্রাম্পের জারি করা বেশ কিছু নিষেধাজ্ঞা বাতিল করে দেন, এরমধ্যে উইচ্যাট ও টিকটক আছে বলে জানা গিয়েছে। টিকটক ও উইচ্যাটের বিষয়ে ট্রাম্প কিছু নয়া নির্দেশিকা জারি করেছিলেন। যার ফলে আইনি বাধার সম্মুখীন হয়েছিল এই দুটো চিনা সংস্থা। যে বাধা অতিক্রম করা এই দুটো সংস্থার পক্ষে সম্ভব ছিল না। বাধ্য হয়েই আমেরিকায় টিকটক ও উইচ্যাটের মতো সংস্থা দুটো বন্ধ হয়ে যায়। তবে বাইডেন ট্রাম্পের অবস্থান থেকে সরে এসেছেন।

এই দুটো সংস্থাকে প্রথমে পরখ করে দেখা হবে। নিরাপত্তা জনিত কোনও সমস্যা রয়েছে কি না, তা যাচাই করা হবে। তারপর এই দুই অ্যাপের ওপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে নেওয়া হবে বলে মার্কিন প্রশাসনের তরফে জানানো হয়েছে।এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আমেরিকার সিভিল লিবার্টিজ ইউনিয়ন। এই ইউনিয়নের তরফে বলা হয়, ট্রাম্পের নির্দেশের ফলে ‘ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইটস’ লঙ্ঘিত হয়েছিল।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *