রামমোহন রায় স্মৃতি বিজড়িত মূলবান সামগ্রী চুরি
চুরি হয়ে গেলো রাজা রামমোহন রায় স্মৃতি বিজড়িত বেশ কিছু মূল্যবান সামগ্রী খাস কলকাতার বুকে রামমোহন রায় মিউজিয়াম থেকে। ৮৫/A, রাজা রামমোহন রায় সরণিতেই রাজা রামমোহন রায়ের বাড়ি। খাস উত্তর কলকাতার বুকে দাঁড়িয়ে থাকা এই বাড়িটি বহু পুরনো ইতিহাসের গল্প বলে যায়। এত প্রাচীন এবং ঐতিহ্যশালী বাড়ি হওয়া সত্ত্বেও ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা হয়না। সেই বাড়িতেই গড়ে উঠেছিল রামমোহন রায় মিউজিয়াম। এখানে রাখা ছিল তাঁর বেশ কিছু মুল্যবান জিনিস। গত ১৭ মে এই মিউজিয়াম তথা লাইব্রেরি থেকে বেশ কিছু মূল্যবান জিনিস চুরি হয়। সম্প্রতি ট্রাস্টির সদস্যরা জিনিস চুরি গিয়েছে দেখতে পেয়েই অভিযোগ জানান হয় আমহার্স্ট থানায়।
আমহার্স্ট থানার পুলিশ অভিযোগ পেয়েই ঘটনার তদন্তে নেমে সঞ্জয় জয়সওয়াল নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে। বছর তিপান্নর ওই ব্যক্তি অ্যান্টিক সামগ্রী কেনাবেচা করেন। তাঁর কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে ৭ টি পিতলের সুসজ্জিত চেন, ৭ টি সুসজ্জিত বল, ৬ টি পিতলের দরজার হাতল, ২৪ টি পিতলের রিং, ৫ টি পিতলের রিং। মূল্যবান এই সামগ্রী চুরি করে কয়েক লক্ষ টাকায় বিক্রি করার পরিকল্পনা ছিল সঞ্জয়ের।
তবে এই প্রথম নয়, বছর দেড়েক আগেও রামমোহন রায়ের বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল। প্রশ্ন উঠছে তারপরও কেন সরকারের তরফে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি, কেন এই বাড়িটির কোনও নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি, বার বার বিভিন্ন বিশিষ্ট মহল থেকেই এই প্রশ্নই ঘুরে ফিরে উঠছে।