আর জি কর হাসপাতালে ৫ দিনের শিশুমৃত্যু ঘিরে তীব্র উত্তেজনা

Read Time:2 Minute

24Hrs Tv, ওয়েব ডেস্কঃ আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তীব্র উত্তেজনা ছড়াল শিশুমৃত্যুকে কেন্দ্র করে। শিশুর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। শিশুর পরিবারের অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিতেই মৃত্যু হয়েছে।
উত্তর ২৪ পরগনার দেগঙ্গার বাসিন্দা ওই মহিলা। গত ২৮ শে অক্টোবর সন্তানসম্ভবা অবস্থায় আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি হন তিনি। সি সেকশনের মাধ্যমে সন্তানের জন্ম দিতে চেয়েছিলেন প্রসূতি। নর্মাল ডেলিভারি করা হয়েছিল তাঁর। পরিবারের দাবি, জন্মের পর থেকে সন্তান সুস্থ স্বাভাবিকই ছিল। শুক্রবার পাঁচদিনের মাথায় রাত দেড়টা নাগাদ মৃত্যু হয়েছে একরত্তির, হাসপাতাল কর্তৃপক্ষের মারফত জানা গিয়েছে।
পরিবার সূত্রে জানানো হয়েছে, মাথায় আঘাতের চিহ্ন রয়েছে একরত্তির। হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিতেই শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। হাসপাতালে বিক্ষোভও দেখান নিহত খুদের পরিজনেরা। যদিও এ বিষয়ে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
কোচবিহারের তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে বেড ভেঙে বিপত্তি। বেড ভেঙে নিচে পড়ে যান প্রসূতি। তাঁর কোমরে চোট লাগে। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন প্রসূতির পরিবারের লোকজনেরা। তারা জানান, যেকোনও মুহূর্তে বড়সড় কোনও ক্ষতি হতে পারত। অন্তঃসত্ত্বা এবং গর্ভস্থ সন্তান দু’জনেরই প্রাণহানির সম্ভাবনাও এড়ানো যাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখা হবে বলেই দাবি হাসপাতাল কর্তৃপক্ষের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *