‘ওরা পিটিয়ে মেরে ফেলতে পারে’ মন্তব্য দিলীপের

Read Time:3 Minute

২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : পঞ্চায়েত ভোটের আগে বাংলা থেকে একের পর এক বোমা উদ্ধার । কাঁথিতে অভিষেকের সভার আগে বোমা উদ্ধার । বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ কাঁথির সভার আগে অভিষেকের ভিডিও হুঙ্কার নিয়ে মুখ খুললেন । তিনি বলেছেন ,’ওরা পিটিয়ে মেরে ফেলতে পারে। গাড়ি ভেঙে দিতে পারে।’ আজ শনিবার সাংসদ দিলীপ ঘোষ সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমনে আসেন । ভগবানপুরে অভিষেকের সভাস্থলের অদূরে বিস্ফোরণে নেতার মৃত্যুর ঘটনায় তৃণমূলের ঘাড়েই তিনি দোষ চাপালেন । তিনি বললেন , ‘তৃণমূল ক্ষমতা ধরে রাখতে দুষ্কৃতীদের দলে ঢুকিয়েছে ’ । এছাড়াও তিনি বলেন, ‘যেখানেই বিস্ফোরণ, সেখানেই তৃণমূল’।

কাঁথির ভূপতিনগরে অভিষেকের সভার আগে বিস্ফোরণে বাড়ির চাল উড়েছে । তৃণমূলের বুথ সভাপতি সহ ২ জনের দেহ উদ্ধার হয়েছে । অন্যদিকে , আজ ডায়মন্ড হারবারের লাইট হাউস ময়দানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সভা। ঠিক তার আগে সভা মঞ্চ বাধার সময় উঠল দুষ্কৃতী হামলার অভিযোগ ! জোর করে চেয়ার ছোড়াছুড়ি থেকে বিজেপি কর্মীদের মারধর এবং মঞ্চ খুলে দেওয়ার অভিযোগ উঠেছে । এই ঘটনা নিয়ে দিলীপ ঘোষ বলেন , ‘ এটা নতুন কিছু না। আমি বিগত সাত বছর ধরে এ জিনিস দেখে আসছি। হয় সভা করতে দেওয়া হয় না । নয় সবকিছু ভেঙে দেওয়া হয়। এরা বলে মুক্ত গণতন্ত্র। শান্তিপূর্ণ ভোট। এসব ডায়লগ শুনি। বাস্তবে বোঝা যায় পরিস্থিতি কি। ওরা বাঁচার জন্য শক্তি, গুন্ডামির আশ্রয় নেয়।’ যদি রাজ্য পুলিশ তার সুরক্ষা দিতে না পারে তাহলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হওয়া উচিত।

বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি বলেছেন , ‘ মানুষ বুঝতে পারছে ৫০০ টাকা নিয়ে কাদের ক্ষমতায় এনেছে’। ‘ওরা গাড়ি ভেঙে দিতে পারে , পিটিয়ে মেরে ফেলতে পারে। সেদিন আমি নাড্ডার গাড়িতেই ছিলাম। ও সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিল। রাস্তায় মাইক বাজিয়ে লোককে উত্তেজিত করছিল। দশটা গাড়িতে ভাঙচুর হয়েছিলো । আমাদের সবার অপর অ্যাটাক করা হয়েছে । নাড্ডার গাড়ি বুলেট প্রুফ থাকার জন্য তিনি অক্ষত ছিল । দিলীপ ঘোষ বলেন, যদি নাড্ডা সুরক্ষিত না হন, তাহলে কে সুরক্ষিত?’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *