শুভেন্দু অধিকারীর দেওয়া ডেডলাইনের তৃতীয় দিন

Read Time:1 Minute

২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : আজ ২১ ডিসেম্বর ধামাকা । শুভেন্দু অধিকারীর দেওয়া ডেডলাইনের তৃতীয় দিন আজ। উল্লেখ্য , শুভেন্দু অধিকারী বলেছিলেন , ‘ডিসেম্বরের ১২, ১৪, ২১… তিনটে দিন খুব গুরুত্বপূর্ণ। ওয়েট অ্য়ান্ড ওয়াচ।’ আর আজ সেই ডেডলাইনের তৃতীয় দিন । অন্য়দিকে, তাঁকে ডেডলাইন নিয়ে তৃণমূল তীব্র কটাক্ষ করেছে । যদিও প্রথম ২দিন রাজনৈতিকভাবে বড়সড় কোনও ঘটনা ঘটেনি। সূত্রের খবর , বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, আজ কি তাহলে কিছু হবে? এই ডেডলাইন নিয়ে দিল্লিতে শুভেন্দু অধিকারীর গলায় কিছুটা অন্য সুর শোনা গেছে । এর আগে আবার ডিসেম্বরের পরিবর্তে জানুয়ারি নিয়ে জল্পনা ভাসিয়ে দিয়েছেন বিরোধী দলনেতা।

সূত্রের খবর , শুভেন্দু অধিকারীর ২১ ডিসেম্বর ডেডলাইনের প্রথম দুটি দিনের নিয়ে তোপ দিয়েছে কুণাল ঘোষ । ১২ ডিসেম্বর সিবিআই হেফাজতে বগটুই হত্য়াকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের রহস্য়ুমৃত্য়ু হয় এবং ১৪ ডিসেম্বর আসানসোলে শুভেন্দু অধিকারীর কম্বল বিতরণ কর্মসূচিতে পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্য়ু হয় । এবার বাকি রইল ২১ ডিসেম্বর । আর আজ সেই ২১ ডিসেম্বর। তাহলে আজ কি কোন ধামাকা হতে চলেছে ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *