এবার কেষ্টর পরিবারের পঞ্চম লটারির হদিশ !

২৪ আওয়ার্স টিভি ওয়েব ডেস্ক : ফের কেষ্টর পরিবারে লটারির খোঁজ মিলল । এবার পঞ্চম লটারির খোঁজ । সিবিআই-এর দাবি , জানুয়ারিতে সুকন্যা ৫০ লক্ষ টাকার লটারি জেতেন । এই ৫০ লক্ষ টাকার হদিশ করতে গিয়ে তদন্তকারীরা দেখেন যে , সম্প্রতি বছরের জানুয়ারি মাসেই লটারির জন্য সুকন্যার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে । তবে আগেও রাজ্যের এক জনপ্রিয় লটারিবিক্রেতা সংস্থার ওয়েবসাইটে পুরস্কার বিজেতা হিসাবে অনুব্রত মণ্ডলের নাম প্রকাশিত হয়েছিল এবং তিনি তখন ১ কোটি টাকা জিতেছিলেন । কিন্তু সেই কথা নিজের মুখে স্বীকার করেননি অনুব্রত মণ্ডল। সূত্রের খবর , এর আগেও দু’বার করে লটারির টাকা অনুব্রত ও সুকন্যার অ্যাকাউন্টে ঢুকেছে। তাহলে প্রশ্ন উঠছে , বারবার কি তবে লটারি জিতেছেন অনুব্রতের পরিবারের নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে, তদন্তকারীরা খতিয়ে দেখছেন ।

লটারির পুরস্কার বিজেতা হিসাবে বিপুল অঙ্কের টাকা অনুব্রত ও তাঁর মেয়ের অ্যাকাউন্টে ঢুকেছে, তদন্তকারীরা সেই তথ্য আগেই পেয়েছিলেন । তবে দুই জনের দুই ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট ৫১ লক্ষ টাকার খোঁজ পেয়েছেন তদন্তকারীরা। তিন বছর আগেও অনুব্রতের অ্যাকাউন্টে ১০ লক্ষ টাকা ঢুকেছিল, সেটাও লটারির মাধম্যে । প্রসঙ্গত, শুক্রবারই শীর্ষ আদালতে অনুব্রত মণ্ডলের আইনি রক্ষা কবচ মামলার শুনানি রয়েছে। ভোট পরবর্তী হিংসা মামলায় অনুব্রত মণ্ডলের আইনি রক্ষা কবচ প্রত্যাহারের আর্জি জানিয়েছে সিবিআই। সূত্রের খবর , তদন্তকারীরা মনে করছেন, বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল গরু পাচারের কালো টাকা লটারির মাধ্যমে সাদা করেছেন। সেই সংক্রান্ত বেশ কিছু তথ্য ইতিমধ্যেই হাতে এসেছে তদন্তকারীদের।

সিবিআই সূত্রে খবর , সুকন্যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে আরও ৫০ লক্ষ টাকার খোঁজ মিলেছে। সূত্রের খবর , এই টাকা লটারি বিজেতা হিসাবে পেয়েছিলেন সুকন্যা। গোয়েন্দাদের দাবি, সুকন্যার অ্যাকাউন্টে আরও একটি ৫০ লক্ষ টাকার একটি নতুন লটারির সন্ধান পাওয়া গিয়েছে। তবে এর আগে অনুব্রত ও সুকন্যার নামে চারটি লটারির খোঁজ পেয়েছিলেন তদন্তকারীরা। এই নিয়ে কেষ্টর পরিবারের পঞ্চম লটারির হদিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *