
প্রতিবেশী পার্থের সঙ্গে দেখা করবেন না বালু, এবার নতুন বায়না ফোনে’র
24Hrs Tv ওয়েব ডেস্ক : রেশমি খাতুন : প্রত্যেকবার নতুন নতুন বায়না করছেন জোত্যিপ্রিয় মল্লিক। কখনো বায়না করছেন তিনি জেলে থাকবেন না, কখনো বায়না জেলের খাবার খাবেন না। তবে এবার নতুন বায়না ফোনের। জেলের মধ্যে ফোন নিজের কাছে রাখতে চান জোত্যিপ্রিয়। এই অদ্ভূত বায়নায় নাজেহাল জেল কতৃপক্ষ। তিনি বারবার বুঝিয়ে দিচ্ছেন যে তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে তাই তিনি জেলে থাকবেন না, এসএসকেএম থাকতে চান তিনি। যদিও জেল কতৃপক্ষ জানিয়ে দেন যে তাঁর শারীরিক অবস্থা এখন সুস্থ,তাই তাঁকে জেলেই থাকতে হবে। তিনি এখন পয়লা বাইশ ওয়ার্ডের সাত নং সেলে আছেন। তবে তাঁর প্রতিবেশী কে জানেন? প্রতিবেশী হলেন পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য ও জীনবকৃষ্ন সাহা। তবে তাঁদের সঙ্গে দেখা করতে নারাজ জোত্যিপ্রিয় মল্লিক। জেল কতৃপক্ষ তাঁকে বোঝানোর জন্য বলেন এই পাশের সেলে পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য ও জীনবকৃষ্ন সাহা রয়েছেন, তিনি গিয়ে কথা বলতে পারেন। কিন্তু এই প্রস্তাব লাকচ করেন মন্ত্রী জোত্যিপ্রিয়।
বারবার এখই বায়না করেছেন মন্ত্রী। তিনি জেলে থাকবেন না, জেল যেহেতু রাজ্য সরকারের আওতায়, তিনি যেহেতু রাজ্যের মন্ত্রী তাই তিনি জেলে থাকবেন না বলে জানিয়ে দেন। এখন তাঁর নতুন বায়না যে ফোন নিজের কাছে রাখবেন তিনি। এখন প্রশ্ন উঠছে যে জেলের মধ্যে ফোন রাখা যায় না সেকথা কি জানেন না রাজ্যের মন্ত্রী? নাকি জেলের মধ্যে তাঁর প্রভাব খাটাতে চাইছেন জোত্যিপ্রিয়? প্রথমে তিনি জেলে ঢুকতে অস্বীকার করেন, এসএসকেএ’মে যেতে চাইছিলেন জোত্যিপ্রিয় মল্লিক। এমনকি জেলের খাবার খেতে চাইছিলেন না তিনি। এবার এই নতুন বায়নায় মুশকিলে জেল কতৃপক্ষ। প্রায় এক ঘন্টা ধরে বোঝানো হয় জোত্যিপ্রিয়’কে। এরপর সন্ধ্যে ৭.৩০ নাগাদ সাত নং সেলে ঢোকেন তিনি। তবে জেল সবার জন্য সমান। এই নিয়ম কি জারি থাকবে জোত্যিপ্রিয়ের জন্য সেটাই এখন দেখার বিষয়।