এবার সেনাবাহিনীতে থাকছে না দাসত্বের চিহ্ন!

Read Time:2 Minute

24hrs Tv, ওয়েব ডেস্ক: গত বছর যৌথ কমান্ডারদের একটি সম্মেলনে ভাষণ দেওয়ার সময়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সশস্ত্র বাহিনীতে নীতি, পদ্ধতি এবং রীতিনীতির স্বদেশীকরণের উপর জোর দিয়েছিলেন। পাশাপাশি, তিনি তিনটি সেনাবাহিনীকেই পুরোনো ও অকার্যকর সিস্টেমগুলি থেকে পরিত্রাণের পরামর্শ দেন। সেই দিকেই নজর রেখে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নৌবাহিনীর নতুন পতাকার উদ্বোধন করেছেন। যেখান থেকে ব্রিটিশ শাসনের প্রতীক হিসেবে থাকা রেড ক্রসকে এবার সরিয়ে ফেলা হয়েছে।

এমতাবস্থায়, সেনাবাহিনী থেকে এবার ব্রিটিশ শাসনের সাথে যুক্ত থাকা সমস্ত প্রথার অবসান ঘটানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জোর জল্পনা শুরু হয়েছে। শুধু তাই নয়, অনুমান করা হচ্ছে যে আগামী সময়ে সৈনিকদের ইউনিফর্ম এবং অনুষ্ঠানের পাশাপাশি রেজিমেন্ট ও ভবনের নামেও পরিবর্তন করা হতে পারে। এদিকে, আগামী বৃহস্পতিবার একটি বৈঠকে সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল বর্তমানে প্রচলিত রীতিনীতি, পুরোনো প্রথা ও নীতিগুলির পর্যালোচনা করবেন বলেও জানা গিয়েছে। পর্যালোচনা সভার এজেন্ডা নোটে জানানো হয়েছে যে, এবার পুরোনো ও অকার্যকর প্রথাগুলিকে অপসারণের সময় এসেছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, সেনাবাহিনীর ইউনিফর্ম ও সরঞ্জামেও পরিবর্তনের কথা ভাবা হচ্ছে। এছাড়া, রেজিমেন্টের নামগুলিও বিবেচনা করা হবে। জানিয়ে রাখি যে শিখ, গোর্খা, জাঠ, পাঞ্জাব, ডোগরা, রাজপুত এবং আসামের মতো পদাতিক রেজিমেন্টগুলির নাম ব্রিটিশরা রেখেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *