এবারে পঞ্চায়েত ভোটে নজর মহিলা ভোটব্যাংকে

24Hrs Tv, ওয়েব ডেস্কঃ এবারে পঞ্চায়েত ভোটে তৃণমূলের নজরে রয়েছে মহিলা ভোটব্যাংক। রবিবার সকালে কাঁথিতে শুভেন্দু অধিকারীর বাসভবন থেকে কয়েক মিটার দূরে চা চক্রে ছিলেন এই রাজনীতিবিদ। গত শনিবার রাতে রামনগরে সভা সেরে কাঁথি ফিরে আসেন কুণাল। সন্ধ্যেবেলা তিনি ফুচকা খেয়ে, হেঁটে এলাকা ঘুরে জনসংযোগ সারেন। সূত্রের খবর, রবিবার ভোর হতেই জনসংযোগের উদ্দেশ্যে ফের বেরিয়ে পড়েন তিনি। কুণাল ঘোষ বলেন, “এটা কোনও জনসভা নয়। ঘরোয়া আলাপ আলোচনা। স্থানীয়দের সঙ্গে জনসংযোগ।”
রাজ্য সাধারণ সম্পাদক জানায়, বড় বড় সভা নয়, সংবাদমাধ্যমে প্রচার নয়। জোর দিতে হবে জনসংযোগে। এদিন ফের একবার স্পষ্ট করে দেন যে তৃণমূলের টার্গেট মহিলা ভোট। যে সকল মহিলারা তৃণমূলকে ভোট দেয়নি বলে মনে করছেন তাঁদের উপর রাগ অভিমান নয়। তাঁদের বাড়ি-বাড়ি ছোট ছোট দল করে যান। আনুষ্ঠানিকভাবে শুরুর দিন কর্মসূচি তৃণমূলের রাজ্য নেতৃত্বের মহিলা নেত্রী যোগ দেবেন। কুণাল ঘোষ অভিযোগ করে বলেন, “প্রয়োজনে কর্মসূচিটি সাংসদ দিব্যেন্দু অধিকারীর স্ত্রী-কে দিয়ে প্রথমে শুরু করুন। তাঁর বাড়িতে যান সাংসদের স্ত্রীকে বোঝানো দিয়ে শুরু করুন। অধিকারী পরিবারের মহিলাদেরকে বোঝান।”
জানা গিয়েছে, আগামী ৩ রা ডিসেম্বর কাঁথিতে সভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন দু’টি সভা করার কথা রয়েছে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের। সেখান থেকেই চা চক্র শেষ করেই অভিষেকের সভার মাঠ ঘুরে দেখেন তিনি, সূত্রের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *