এবার বড় পর্দায় দেখা যাবে ‘রাণী রাসমণির’ রাসমণি তথা দিতিপ্রিয়াকে

Read Time:2 Minute

করুনাময়ী রাণী রাসমণি’-তে শেষ হয়ে যাচ্ছে রানি মা-র গল্প। রাণী মার শৈশব থেকে বৃদ্ধাবস্থা দেখাতে গিয়ে কেটে গিয়েছে চার বছর।ধারাবাহিক শেষ হয়ে যাওয়ায় মন খারাপ দিতিপ্রিয়ারও। প্রোমোও প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়ায়।তবে এই ছোট পর্দায় অভিনয় শেষ হলেও বড় পর্দাতে কাজ শেষ হয়নি।সিনেমার কাজে মন দিচ্ছেন অভিনেত্রী।পরিচালক পাভেলের নতুন ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে দিতিপ্রিয়াকে।কাজ শুরু করতে চলেছেন। কথাও প্রায় ফাইনাল।ছবির নাম এখনও পর্যন্ত জানা যায়নি। তবে চিত্রনাট্য লেখার কাজ জোরকদমে চলছে।খেলাকে কেন্দ্র করেই এই ছবির চিত্রনাট্য লেখা হচ্ছে।

লকডাউন চলছে। প্রায় সব অফিস বন্ধ।কিন্তু তিনি প্রতিদিন অফিস যাচ্ছেন পায়ে হেঁটে।একদিনও ছুটি নেই। নিয়ম করে প্রতিদিন অফিসে গিয়ে লিখছেন পাভেল।দিতিপ্রিয়ার সঙ্গে ছবির কাজ শুরু করবেন। আপাতত তা নিয়েই রোজ কথা চলছে দু’জনের।অভিনেত্রী দিতিপ্রিয়া রায় পাভেলের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে বেজায় খুশি।চিত্রনাট্য যেটুকু পড়েছেন তাতে বেশ পছন্দ হয়েছে অভিনেত্রীর। যত তাড়াতাড়ি সম্ভব ছবির কাজ শুরু করতে চান তিনি।

দিতিপ্রিয়া যদিও বড় পর্দাতে নতুন নয়। ‘অভিযাত্রিক’ , ‘অচেনা উত্তম’-এর মতো ছবি রয়েছে তাঁর ঝুলিতে।’অভিযাত্রিক’ মুক্তির অপেক্ষায় এখন। ২০২০ সালে মুক্তি পেয়েছিল পাভেলের ছবি ‘অসুর’।তারপর ‘মন খারাপ’ নামে ছবি তৈরি করার কথা ছিল পরিচালকের।ভেবেছিলেন জুন মাসে শুটিং শুরু করবেন।রাজ্যে কার্যত লকডাউন। স্টুডিও পাড়ায় ৩০ মে পর্যন্ত সমস্ত কাজ বন্ধ।তাই নতুন চিত্রনাট‍্য লিখতে শুরু করেন পাভেল। দর্শকের ড্রয়িংরুমে তিনি এখন ‘রাণী মা’। আর এই চেনা ছককেই ভাঙতে চান তিনি। অভিনয় করতে চান সব ধরনের চরিত্রেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *