
এবার নিয়োগ দুর্নীতিতে একাধিক কলেজ শিক্ষক সিবিআই-এর নজরে !
২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক :এবার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নতুন তথ্য । সিবিআই নজরে শাসকদল ঘনিষ্ঠ বেশ কয়েকজন কলেজের শিক্ষক । সূত্রের খবর ,এইসব কলেজ শিক্ষকরাই পার্থ ঘনিষ্ঠ , তাঁরাই চাকরিপ্রার্থীদের নামের তালিকা পৌঁছে দিতেন। কলেজ শিক্ষকরা সেই সব নামের তালিকা পার্থর কাছে পৌঁছে দিতেন। জেলার নেতা-মন্ত্রী-সাংসদরা টাকার বিনিময়ে নামের তালিকা তৈরি করতেন । তাঁদের মধ্যে কেউ নিজের কাছের লোকেদের চাকরির সুপারিশ করতেন । কেউ আবার আর্থিভাবে লাভবান হতেন । সূত্রের খবর , সিবিআই প্রতি জেলায় পার্থ ঘনিষ্ঠ এরকম অন্তত দুজন করে শিক্ষকের খোঁজ পেয়েছে । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের ধাপে ধাপে নিজাম প্যালেসে তলব করে বয়ান রেকর্ড করে ।
উল্লেখ্য , নিয়োগ দুর্নীতিতে সিবিআই-এর হাতে নয়া তথ্য উঠে আসছে । এই নয়া তথ্যে দেখা যাচ্ছে , এই দুর্নীতির সঙ্গে যুক্ত বেশ কয়েকজন শাসকদল ঘনিষ্ঠ অধ্যাপক । সিবিআই সূত্রে দাবি , তাঁরা নামের তালিকা পৌঁছে দিতেই পার্থ চট্টোপাধ্যায়ের কাছে । যদিও গোটা বিষয়টি সিবিআই তদন্তের মাধ্যমে জানতে পেরেছে । এই অধ্যাপকরা নবম দমশে পরীক্ষার চাকরিপ্রার্থীদের তালিকা পৌঁছে দিতেন । সূত্রের খবর , সিবিআই-এর হাতে একাধিক অধ্যাপকের নাম উঠে এসেছে । উল্লেখ্য ,তদন্তকারীরা গত সপ্তাহে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছেন । এই সপ্তাহে আবারও জিজ্ঞাসাবাদ চলে । তথ্য প্রমাণের ভিত্তিতে সেই অধ্যাপকদের নামের তালিকা তৈরি করেছেন সিবিআই আধিকারিকরা । তবে এই তালিকায় পিছনে বেশ কয়েকজন অধ্যাপকও মিডলম্যান হিসাবে কাজ করতেন ।