
এবার টলিউডে শার্লক হোমস
পরিচালক সায়ন্তন ঘোষাল উৎসবের মরসুমেই তার আগামী থ্রিলার ‘শার্লক হোমস’ এর ঘোষণা করলেন। তবে তাঁর গোয়েন্দার নাম শার্লক হোমস নয়, সরলাক্ষ হোমস। সম্প্রতি প্রকাশ পেল এই ছবির প্রথম পোস্টার। এই ছবির গল্প লিখেছেন সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও চিত্রনাট্য সংলাপ লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত।
আর্থার কোনান ডোয়েলের ‘দ্য হাউন্ড অফ দ্য বাস্কারভিলস’ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হতে চলেছে ‘শার্লক হোমস’। সরলাক্ষের চরিত্রে দেখা যাবে ঋষভ বসুকে। ঋষভ ছাড়াও এই ছবিতে দেখা যাবে অর্ণ মুখোপাধ্যায়, রাজনন্দিনী পাল, গৌরব চক্রবর্তী, সাহেব চট্টোপাধ্যায়, কাঞ্চন মল্লিক ও শাতাফ ফিগার। এই ছবি নিয়ে সায়ন্তনের মতে, ‘শার্লক হোমস নিয়ে হঠাৎ ভাবিনি, এটা বহুদিনের ভাবনা। আমি একা ভাবিনি, এটা নিয়ে প্রযোজক হিমাংশু ধানুকাও ভাবনাচিন্তা করেছেন। এটা আমাদের স্বপ্ন ছিল যে কোনও একদিন শার্লক হোমস নিয়ে কাজ করব আমরা। সারা পৃথিবীতে নানা ভাবে শার্লকের অ্যাডাপটেশন রয়েছে, তাহলে বাংলায় কেন নয়? চ্যালেঞ্জ ছিল যে শার্লকের সঙ্গে কীভাবে বাংলার কানেকশন যোগ করব? বাঙালিয়ানা কীভাবে তুলে ধরব? সেটা আশা করছি খুব ভালোভাবে করতে পেরেছি। তারপরই ভাবলাম যে, এবার করা যেতে পারে। সেখান থেকেই সরলাক্ষ হোমস’। পরিচালক সায়ন্তনের মতে, সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে টেকনোলজি, সেই অনুযায়ীই ছবির গল্প বদলেছে খানিক। শার্লক হোমসের আরও কিছু গল্পের ছায়া দেখা যাবে এই ছবিতে, পাশাপাশি রয়েছে সরলাক্ষ হোমসের টিমের কিছু নিজস্বতাও। এই ছবির অধিকাংশ শ্যুটিং হবে লন্ডনে, তবে কলকাতাতেও হবে ছবির কিছু অংশ শ্যুট। কারণ সরলাক্ষ আদতে কলকাতার ছেলে, যে বর্তমানে বাস করেন লন্ডনে। আগামী ৪ নভেম্বর থেকে ছবির শ্যুটিং শুরু হবে লন্ডনে। তাই সব কিছু ঠিক থাকলে সম্ভবত আগামী বছর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে ‘সরলাক্ষ হোমস’।