এবার ভাঙড়ে মাঠ থেকে উদ্ধার বোমা !

Read Time:2 Minute

২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : ফের বোমা উদ্ধার । এবার ভাঙড়ে মাঠ থেকে উদ্ধার বোমা । বোমা উদ্ধারের ঘটনা দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়ে ঘটেছে । এবার বিধায়কের বাড়ির কাছেই থেকেই মিলল বোমা । আইসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির ভাড়াবাড়ির অদূরে চাষের জমি থেকে ১১টি তাজা বোমা উদ্ধার হয়েছে ।

পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় বোমা উদ্ধার হচ্ছে । উল্লেখ্য ভোগালি এলাকার পর এবার সোমনাথ কলোনি থেকে বোমা উদ্ধার হল । চাষের জমি থেকে মিলেছে বোমা । পাশে রাখা একটি ব্যাগের মধ্যেও বোমা ছিল। তা দেখে পুলিশের অনুমান, চাষের জমিতে বোমা বাঁধা হচ্ছিল। সোমনাথ কলোনির যে এলাকা থেকে ১১টি তাজা বোমা উদ্ধার হয়েছে, তার অদূরেই একটি বাড়িতে ভাড়া থাকেন ভাঙড়ের বিধায়ক ও আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকি।

বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ও আইএসএফের মধ্যে রাজনৈতিক সংঘাত আরও তীব্র আকার নিয়েছে। ৫ মিনিটের জন্য আইন তুলে নিলে ভাঙড় থেকে আইএসএফকে সাফ করে দেওয়া হবে ।উল্লেখ্য , এমনই হুঁশিয়ারি দিতে শোনা যায় যুব তৃণমূলের ডায়মন্ড হারবার-যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি সোমনাথ বণিককে। সেই প্রসঙ্গ তুলে শাসক শিবিরকে নিশানা করেছেন আইএসএফ বিধায়ক । সূত্রের খবর , ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি জানান , ‘কিছুদিন আগেই ভাঙড়ে তৃণমূলের জনসভা থেকে ঘোষণা ৫ মিনিটের জন্য পুলিশ তুলে নিলে আইএসএফকে মুছে দেবে। মনে হয় কালীঘাটের অর্ডার আসায় প্রস্তুতি নিচ্ছে। বোমা , গুলি, পিস্তল মজুত করছে। পুলিশ তুলে নেবে। আমি যেখানে থাকি তার এত কাছে বোমা উদ্ধার। যে রাস্তা দিয়ে আসি, তার কাছেই কেন বোমা উদ্ধার?’ দক্ষিণ ২৪ পরগনার যুব তৃণমূল জেলা সম্পাদক হাকিমুল ইসলাম বলেন, ‘নওশাদ যে বাড়িতে ভাড়া থাকেন তার একশো মিটার দূরে আজ বোমা উদ্ধার। এলাকা দখলের জন্য আইএসএফের সন্ত্রাস। তীব্র ধিক্কার জানাই।’ পুলিশ যাদের গ্রেফতার করেছে সবাই আইএসএফের কর্মী নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *