এবার বারাসাতে মানিক ঘনিষ্ঠ তাপসের বাড়িতে ইডি-র হানা !

Read Time:3 Minute

২৪ আওয়ার্স টিভি ওয়েব ডেস্ক : বারাসাতে মানিক ঘনিষ্ঠ তাপসের বাড়িতে এবার ইডি-র হানা । বারাসাতের দেবীপুরেও একটি ইনস্টিটিউট চালাতেন মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডল। মহিষবাথানে শাটারের তালা ভেঙে ও বারাসাতে দরজা বন্ধ থাকায় কার্যত পাঁচিল টপকে ঢোকেন ইডি-র অফিসাররা। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে চলে তল্লাশি।১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করে ইডি। ইডি সূত্রে খবর , বয়ানে অসঙ্গতি ও তদন্তে সহযোগিতা না করার অভিযোগ মানিকের বিরুদ্ধে। আদালতে ইডির আইনজীবী দাবি করেন, ‘মানিকের ছেলের অ্যাকাউন্টে ২ কোটি ৬৪ লক্ষ টাকার হদিশ মিলেছে। ২০১৮ সালে বেঙ্গল ট্রেনিং ইনস্টিটিউটের থেকে নেওয়া হয় টাকা। মানিকের পরিবারের সদস্যদের বেনামে জয়েন্ট অ্যাকাউন্টে প্রচুর টাকা আছে। মানিকের কম্পিউটারের ২টি ফোল্ডারে ৬১ জনের মধ্যে ৫৫ জনের থেকে চাকরির জন্য টাকা নেওয়া হয়েছে। যাঁরা ঘুষ দিয়েছে, তাঁরাই চাকরি পেয়েছে’, এমনই বিস্ফোরক অভিযোগ।

এও দাবি করা হয়, ‘মানিক ভট্টাচার্যর বাড়ি থেকে একটি চিঠি পাওয়া যায়। যে চিঠি মানিক ভট্টাচার্য ও মুখ্যমন্ত্রীকে পাঠানো হয়েছিল। মাথাপিছু ৭ লক্ষ টাকা করে নিয়ে ৪৪ জনকে চাকরি, উল্লেখ রয়েছে চিঠিতে’। মানিক ভট্টাচার্যর গ্রেফতারের পর অভিনব প্রতিবাদ চাকরি প্রার্থীদের। ধর্মতলার মেয়ো রোডে দুর্গা, অসুর থেকে ইডি-পুলিশ সেজে, মানিক গ্রেফতারকে উদযাপন আন্দোলনকারীদের। মেয়ো রোডে দেখা গেল মানিক ভট্টাচার্যের সাজে অসুর সেজেছেন এক বিক্ষোভকারী। আরেকজন সেজেছেন দুর্গা। সেখানে ত্রিশূল হাতে অসুররূপী মানিককে বিদ্ধ করছেন পরাক্রমশালী দেবী। অন্যদিকে, আজ ব্যাঙ্কশাল কোর্টে মানিক ভট্টাচার্যকে নিয়ে যেতেই উঠল ‘চোর চোর’ স্লোগান। শুধু তাই নয়, জুতোও দেখানো হল প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *