এবার কলেজ বন্ধ রেখে দুয়ারের সরকার শিবির , পোস্টার-প্রতিবাদে সোচ্চার এসএফআই !

Read Time:3 Minute

২৪ আওয়ার্স টিভি ওয়েব ডেস্ক : হুগলির কোন্নগরে কলেজ বন্ধ রেখে দুয়ারে সরকার শিবির করার অভিযোগ উঠল । কোন্নগর নবগ্রামে হীরালাল পাল কলেজ রয়েছে । এইপর কলেজ বন্ধ রেখে দুয়ারে সরকার শিবির করা হচ্ছে। সূত্রের খবর, কলেজ কর্তৃপক্ষ শুক্রবার এ নিয়ে নোটিসও জারি করে। এরপরই শনিবার সকালে কলেজ ক্যাম্পাসে পোস্টার দেয় এসএফআই । শুধু কলেজ ক্যাম্পাসেই নয় , এছাড়াও নবগ্রামের বিভিন্ন জায়গায় পোস্টার দেয় এসএফআই । সিপিএম -এর ছাত্র সংগঠনের সদস্যরা এই বিষয় নিয়ে কোন্নগর কলেজ যাওয়ার রাস্তায় বিক্ষোভও দেখায় । কলেজের পোস্টারে লেখা রয়েছে , ‘ নবগ্রাম হীরালাল পাল কলেজে পঠনপাঠন বন্ধ করে কেন দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে ?’সূত্রের খবর , কলেজের গভর্নিং বডির সভাপতি অপূর্ব মজুমদার বলেন, এই সময় অবশ্য কলেজে সেভাবে ক্লাস হচ্ছে না। এই জন্য সাধারণ মানুষের সুবিধার জন্য দুয়ারে সরকার শিবির করা হচ্ছে।

এছাড়াও তিনি বলেন , দুয়ারে সরকারের একাধিক কাউন্টার হয়। তা চালাতে গেলে কলেজের নীচের ঘরগুলি ব্যবহার করতে হয়। তিনি দাবি করেন ,ছাত্র ছাত্রীদের সমস্যা হলে নোটিস পেয়েই আন্দোলন করত তারা। তা হয়নি। সূত্রের খবর , হুগলি জেলা এসএফআইয়ের সভাপতি অর্ণব দাস বলেন, “দুয়ারে সরকারের ১ লক্ষ ক্যাম্প হলেও আমাদের কোনও আপত্তি নেই। কিন্তু পঠনপাঠন বন্ধ করে তা চলতে দেওয়া যাবে না। দুয়ারে সরকারের জন্য অনেক মাঠ বা ফাঁকা জায়গা পড়ে আছে।” কিন্তু এই বিষয় নিয়ে প্রিন্সিপালের কোনও বক্তব্য অবশ্য পাওয়া যায়নি। অপূর্ব মজুমদার আরও জানান , “ সাধারণ মানুষের বিভিন্নরকম সুবিধার জন্য দুয়ারে সরকার । এসএফআই ভোটের নিরিখে ৩ শতাংশে নেমে গিয়েছে। এখন কলেজে যেহেতু তেমন কোনও ক্লাস হচ্ছে না, এই জন্য এই দায়িত্ব নেওয়া হয়েছে। ফলে কলেজ বন্ধ রাখা হয়েছে। এখন উঠে পড়ে লেগেছে পঞ্চায়েত ভোটকে লক্ষ্য করে। সবথেকে বেশি সুবিধা নিচ্ছে সিপিএমের লোকই । শুধুই স্বাস্থ্যসাথী নয় এর পাশে শুরু করেছে লক্ষ্মীর ভাণ্ডার, সবটাই নিচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *