
থমথমে সাঁইথিয়া, উদ্ধার আরও বোমা, পরিদর্শনে পুলিশ সুপার
24Hrs Tv, ওয়েব ডেস্কঃ এখনও থমথমে বীরভূমের বহড়াপুর গ্রাম। এদিন উদ্ধার করা হয় প্রচুর বোমা। ঘটনাস্থল পরিদর্শনে যান বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী। মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী এলাকায়। এখনও পর্যন্ত এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ১২ জনকে।
এদিন গ্রাম কার দখলে থাকবে তা নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে অশান্তি শুরু হয়। অগ্নিগর্ভ সাঁইথিয়া। জখম দুজনের নাম শেখ সাদ্দাম ও শেখ মুজাফফর। বোমাবাজিতে পা উড়ে যায় একজনের, এমনটাই জানা গিয়েছে। গুরুতর জখম অপর এক নাবালক। দীর্ঘক্ষণের চেষ্টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে।
মঙ্গলবারও অশান্তির প্রভাব রয়েছে বীরভূমের সাঁইথিয়ার বহড়াপুরে। ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী মঙ্গলবার। এদিন এই পরিস্থিতিতে গ্রাম থেকে উদ্ধার হয়েছে প্রচুর বোমা। এলাকায় উত্তেজনা যাতে না ছড়াতে পারে সেদিকে নজর পুলিশের। উল্লেখ্য, সাবের আলি খান ও তাঁর অনুগামীর সঙ্গে সাঁইথিয়া ব্লকের তৃণমূলের কার্যকরী সভাপতি ও বনগ্রাম পঞ্চায়েতের প্রধান তুষার মণ্ডলের মধ্যে দীর্ঘদিন ধরেই অশান্তি চলছিল।