
শহর তলিতে একই রাতে তিনটি দুর্ঘটনা !
২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : শহর তলিতে একই রাতে পর পর তিনটি দুর্ঘটনা ঘটেছে । কলকাতায় পার্ক সার্কাস সাত মাথার মোড় , মা উড়ালপুল এবং সিঁথির মোড়ে- পর পর দুর্ঘটনা ঘটেছে । একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মা উড়ালপুলের মধ্যেই বাতি স্তম্ভে ধাক্কা মারে । অন্য দিকে,পার্ক সার্কাসে মত্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ ওঠে । আবার ভোর রাতে সিঁথিতে একটি লরিকে ধাক্কা মারে অন্য একটি লরি । তখন ছিল রাত সাড়ে ৩টে । পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিংয়ের কাছে হঠাৎই দুর্ঘটনা ঘটে । স্থানীয় সূত্রে খবর, রাস্তার পাশের স্তম্ভে ধাক্কা মেরে একটি গাড়ি উল্টে যায়। এলাকার বাসিন্দারা শব্দ শুনে ছুটে যান। তাঁরা উল্টে যাওয়া গাড়ি থেকে চালক-সহ তিনজনকে উদ্ধার করেন ।
সূত্রের খবর , স্থানীয়দের একাংশের অভিযোগ করেছে , তিনজনই মত্ত অবস্থায় ছিলেন। উদ্ধারের কিছুক্ষণ পর এলাকা থেকে তাঁরা হেঁটে চলে যান। পুলিশ ওই গাড়িটি আটক করেছে । একই রাতে মা উড়ালপুলেও দুর্ঘটনা ঘটেছে। একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুলের মধ্যেই থাকা একটি বাতিস্তম্ভে ধাক্কা মারে । এই ধাক্কার ফলে বাতিস্তম্ভ উপড়ে পড়ে অন্য একটি লেনে। পুলিশের দাবি, দুর্ঘটনার পর গাড়ি ফেলে চালক পালিয়ে যায় । এরপর ভোররাতে সিঁথিতেও দুর্ঘটনা ঘটে। বিটি রোডে একটি লরিকে পিছন থেকে ধাক্কা মারে অন্য একটি লরি। একই রাতে শহর তলিতে পর পর তিনটি দুর্ঘটনায় ঘটেছে । এহেন দুর্ঘটনায় ফলে প্রশাসনিক নজরদারির
ওপর প্রশ্ন উঠছে ।