
জেনিন শহরে ইসরাইলি হামলায় তিন ফিলিস্তিনি নিহত
ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরে ইসরাইলি বাহিনীর হামলায় তিন ফিলিস্তিনি নিহত এবং একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজন নিরাপত্তা বাহিনীর সদস্য। বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, নিহতরা হলেন লেফটেনেন্ট আদাম ইলোয়ি (২৩) এবং ক্যাপ্টেন তাইসির ইসা (৩৩)। তারা দুজনেই ফিলিস্তিনের সামরিক গোয়েন্দা সংস্থার সদস্য। নিহত অন্যজন হলেন গামিল মাহমুদ আল-আমুরি। তিনি এর আগে ইসরাইলের হাতে বন্দি হয়ে কারাভোগও করেছিলেন।
আহত হওয়া ফিলিস্তিনিও নিরাপত্তা বাহিনীর সদস্য। তাকে তাত্ক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এক বিবৃতিতে ফিলিস্তিনি প্রেসিডেন্টের মুখপাত্র নাবিল আবু রুদেইনিয়েহ বলেন, ইসরাইলের সাম্প্রতিক হামলাগুলো বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করতে পারে। এ সময় ফিলিস্তিনি জনগণকে রক্ষা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতি আবেদন করেন যেন আগ্রাসন বন্ধে ইসরাইলের ওপর চাপ প্রয়োগ করা হয়। অন্যথায়, অনিয়ন্ত্রিত পরিস্থিতির সৃষ্টি হতে পারে।