টিটাগড়ে সিসি ক্যামেরায় ধরা পড়ল বিস্ফোরণের ছবি !

Read Time:3 Minute

২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : সামনেই পঞ্চায়েত ভোট । আর পঞ্চায়েত ভোটের আগে একের পর এক অস্ত্র উদ্ধার চলছে । টিটাগড়ে বিস্ফোরণের পর বম্ব স্কোয়াড আরও বোমার খোঁজে তল্লাশি চালাচ্ছে। গতকাল সন্ধে সাড়ে ৭টা নাগাদ টিটাগড়ের উড়ানপাড়ার মাঠে বিস্ফোরণ হয় । দুই নাবালক বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে জখম হয়। আশঙ্কাজনক অবস্থায় একজন এসএসকেএম-এ ভর্তি। সিসি ক্যামেরার নজরে পড়েছে বিস্ফোরণের মুহূর্তের ছবি। একটি তাজা বোমা ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে। বম্ব স্কোয়াড আজ সকাল থেকে বিস্ফোরণস্থল এবং তার আশপাশের এলাকায়ও তল্লাশি চালাচ্ছে ।

উল্লেখ্য, পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে তৃণমূল নেতা-সহ ৩ জনের মৃত্যু হয়েছে। কিন্তু,তাঁদের মৃতদেহ বিস্ফোরণস্থল থেকে অনেকটা দূরে আলাদা আলাদা জায়গায় উদ্ধার হয় । এই নিয়েই সন্দেহ সৃষ্টি হয়েছে। প্রশ্ন ওঠে, তবে কি মৃতদেহ লোপাটের চেষ্টা করা হচ্ছিল ? আর কেউ আহত কিংবা মারা গেছেন কি না, তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা । পঞ্চায়েত ভোটের আগে বিস্ফোরণে কেঁপে উঠেছিল পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর ।

সম্প্রতি ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডের পরেও কম ঝামেলা হয়নি । বিস্ফোরণ ঘিরে যুযুধান তৃণমূল-বিজেপি দুই শিবিরের মধ্যে । মূলত, তৃণমূল কর্মীরা এখানে জড়ো হন । তাঁদের অভিযোগ বিজেপির কর্মীরা এখানে এসেছেন । এই ঘটনার জেরে কয়েকজন বিজেপিকর্মীকে আটক করে নিয়ে যাওয়া হয় । বম্ব স্কোয়াড ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডের ঘটনাস্থলে পৌঁছয় । বিস্ফোরকের খোঁজে চালানো হয় তল্লাশি। ভূপতিনগরে বিস্ফোরণ স্থলে তীব্র উত্তেজনা তৈরি হয় । প্রসঙ্গত, ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে নয়া রূপ । বাড়িতে বাজি তৈরির সময়ই বিস্ফোরণ হয়! এমনটাই দাবি করে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করলেন নিহত তৃণমূল নেতার স্ত্রী ।পুলিশ সূত্রে দাবি, নিহতের স্ত্রী মন্তব্য করেছেন, তাঁদের বাড়িতে দীর্ঘদিন ধরে বাজি বানানো হত। শুক্রবার রাতে, বাজি তৈরির সময় কেউ ধূমপান করছিলেন। তারই ফুলকি গিয়ে পড়ে বারুদে। আর তার থেকেই বিস্ফোরণ ঘটে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *