
আজ ঐশ্বর্য রাইয়ের জন্মদিনে ভক্তদের শুভেচ্ছার প্লাবন !
২৪ আওয়ার্স টিভি ওয়েব ডেস্ক : আজ বিশ্ব সুন্দরী ঐশ্বর্য রাইয়ের শুভ জন্মদিন। অভিনেত্রীর জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের শুভেচ্ছার ঢেউ উপচে পড়ছে। সিনে দুনিয়া তথা সারা দেশের তরফে ভালোবাসা লিখে শুভেচ্ছা জানাচ্ছে সবাই। টুইটারে রাত বারোটা থেকেই ট্রেন্ডিং তার নামের হ্যাস ট্যাগে। তবে বিশ্ব সুন্দরীর সম্মানের পর একের পর এক ছবিতে তিনি ইতিমধ্যেই সবার মন জয় করে নিয়েছেন। এমনকি বিয়ের পর হৃদয় জয় করেছেন বচ্চন পরিবারেও।
ঐশ্বর্য রাই ২১বছর বয়সে অর্থাৎ ১৯৯৪-এর ১৯ নভেম্বর মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছিলেন ঐশ্বর্য। দ্বিতীয় ভারতীয় হিসেবে তিনি এই শিরোপা জিতেছিলেন। ২০০৭-বিয়ে হয়েছিল অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাইয়ের। বিয়ের দিন বলিউডের গ্ল্যামার গার্ল ঐশ্বর্য পরেছিলেন ঐতিহ্যবাহী জমকালো কাঞ্জিভরম শাড়ি। যে শাড়ির দাম ছিল ৭৫ লক্ষ টাকা। তবে ,তিনি খুব অল্প বয়েসেই বলিউডি ছবিতে বক্সঅফিসে হিট এনে দিয়েছেন। এই মুহূর্তেও তার একটি ছবি মুক্তি পাওয়ার অপেক্ষায়। আগামীদিনে ঐশ্বর্যকে দেখা যাবে, মনি রত্নমের Ponniyin Selvan ছবিতে।