
আজ মমতার বাড়ির দোরগোড়ায় সুকান্ত-শুভেন্দু !
২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : আজ বিজেপির সভা মমতার দুয়ারে । সভা শুরু হওয়ার কথা বিকেল ৪টে নাগাদ । এই সভায় হাজরা মোড়ে অনুষ্ঠিত হবে। এই সভায় প্রধান বক্তা হিসাবে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থাকবেন। উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় আজ ৩ দিনের মেঘালয় সফরে যাচ্ছেন । তিনি আজ দুপুরে শিলং বিমানবন্দরে নামবেন। আগামীকাল মেঘালয় রাজ্য তৃণমূলের কর্মী সম্মেলনে প্রধান বক্তা তৃণমূল নেত্রী । এই সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন ।
আগামী ফেব্রুয়ারি মাসে ত্রিপুরা ও মেঘালয় বিধানসভা নির্বাচন হবে । বিগত ২ বছর ধরে তৃণমূল ত্রিপুরায় সাংগঠনিক শক্তি বিস্তারে চালাচ্ছে । এবার মেঘালয় তাদের লক্ষ্য । উল্লেখ্য উত্তর-পূর্বের রাজ্যে বেশ কয়েকটি পার্টি অফিস তৈরি হয়েছে। সম্প্রতি মেঘালয় ঘুরে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত বছর নভেম্বরে মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ৫ বারের বিধায়ক মুকুল সাংমা সদলবলে তৃণমূলে যোগ দিয়েছেন। সেই কারণে তৃণমূল এখন মেঘালয়ের বিধানসভার বিরোধী দল । প্রসঙ্গত ৩ ডিসেম্বর, ডায়মন্ড হারবারে শুভেন্দুর সভায় যাওয়ার পথে, হটুগঞ্জে বিজেপি কর্মীরা আক্রান্ত হন বলে অভিযোগ ওঠে। সেই ঘটনার জেরে প্রতিবাদ করতে আজ মমতার দোয়ারে শুভেন্দু-সুকান্ত সভা করবেন । এরপর তৃণমূল আগামীকাল হাজরা মোড়ে পাল্টা সভা করবে ।