আজ ফের মানিক ভট্টাচার্যকে আদালতে পেশ !

Read Time:3 Minute

২৪ আওয়ার্স টিভি ওয়েব ডেস্ক :আজ ফের নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যকে আদালতে পেশ। সূত্রের খবর , তাপস মণ্ডলের বয়ানকেই হাতিয়ার করতে এগিয়ে চলেছে ইডি । কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে মানিক ভট্টাচার্যর বিরুদ্ধে । তিনি পদের সুযোগ নিয়ে, ছেলেরও আয়ের ব্যবস্থা করে দিয়েছিলেন । ইডি সূত্রের খবর , তাঁর ছেলের সংস্থার অ্যাকাউন্টেও কোটি কোটি টাকা খোঁজ মিলেছে ।

সূত্রের খবর , ডিএলএড কলেজে ভর্তির জন্য নগদ টাকা নিয়েছেন মানিক, তাপসের এই মন্তব্যকে হাতিয়ার করেই আজ আদালতে মামলা করবে ইডি। সূত্রের খবর , মানিক ভট্টাচার্যকে জেলে রেখেই ফের জেরা করার আবেদন জানাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে নয়ছায় খেলা ! অফলাইন রেজিস্ট্রেশনের নামে কোটি কোটি টাকা আদায় ! টেট-দুর্নীতিতে, এই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে! শুধু এখানেই অভিযোগের তালিকা শেষ নয়।

সূত্রের খবর , টেট দুর্নীতিতে ধৃত মানিকের ঘনিষ্ঠ তাপস মণ্ডল বলছেন, পর্ষদের অফিসের পাঁচতলায় একটি এজেন্সি কাজ করত। তারাই এই ছাত্র-ছাত্রী ভর্তির বিষয়ে নিয়ে সব কাজ দেখত। যাদের ঠিক করে দিয়েছিল সভাপতি হিসেবে মানিকবাবুই। ডিএলএড কলেজে অফলাইনে ছাত্র ভর্তির টাকা যেত মানিকের কাছেই। সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে হাজিরা দিতে এসে বিস্ফোরক মন্তব্য করেন মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল। ইডি সূত্রে দাবি, ডিএলএড কলেজে অফলাইন রেজিস্ট্রেশনের জন্য মোটা অঙ্কের টাকা নেওয়া হত। ছশোরও বেশি কলেজে পড়ুয়া পিছু নেওয়া হত ৫ হাজার টাকা করে। সেই টাকা সরাসরি যেত মানিক ভট্টাচার্যর কাছে, আগেই অভিযোগ করে ইডি। ইডি-র অভিযোগে সিলমোহর দেন তাপস মণ্ডল।

ইডি সূত্রে খবর , এছাড়াও তাপস মণ্ডলের চাঞ্চল্যকর দাবি এই যে , নিজে টাকা নেওয়ার পাশাপাশি তৃণমূল বিধায়ক এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্য ছিলেন । এমনকি নিজের প্রভাবকে কাজে লাগিয়ে ছেলেরও আয়ের ব্যবস্থা করে দিয়েছিলেন। এর আগেও তৃণমূল বিধায়ক ও প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন তাপস মণ্ডল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *